ভারত-পাক ফাইনালের আগে বিজেপির পুরোনো সঙ্গীর মন্তব্যে বাড়ল বিতর্ক

দুবাই, ২৮ সেপ্টেম্বর: মরু শহরে চলতি এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে বিতর্ক চলছেই (Asia Cup 2025)। গ্ৰুপ স্টেজে এবং সুপার ফোরে দুটি ম্যাচেই ভারতের…

Asia Cup 2025

দুবাই, ২৮ সেপ্টেম্বর: মরু শহরে চলতি এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে বিতর্ক চলছেই (Asia Cup 2025)। গ্ৰুপ স্টেজে এবং সুপার ফোরে দুটি ম্যাচেই ভারতের কাছে ল্যাজে গোবরে হয়ে ম্যাথ ছাড়তে হয়েছে পাকি খেলোয়াড়দের। আজ এশিয়া কাপের ফাইনাল ম্যাচেও মুখোমুখি যুযুধান দুই পক্ষ ভারত-পাকিস্তান। প্রথম দুটি ম্যাচে এমনিতেই দর্শক আসন বেশ খালি খালি লেগেছে এবং দেশের বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি এই ম্যাচের বিরুদ্ধে সরব হয়ে প্রতিবাদ জানিয়েছিল। আজ ফাইনালের মহাযুদ্ধের প্রাক্কালেও বিজেপির একসময়কার সঙ্গী শিবসেনা ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে কটাক্ষ করেছে।

Advertisements

শিবসেনা (ইউবিটি) সাংসদ সঞ্জয় রাউত এই ম্যাচকে ঘিরে তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, “এটি কোনো বড় ম্যাচ নয়। এমন পরিবেশে ভারত ও পাকিস্তানের ম্যাচ খেলা অত্যন্ত নিন্দনীয়। সন্ত্রাসবাদের প্রশ্নে ভারতের নাগরিকরা পাকিস্তানের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চান না। যেভাবে ২৬ জন নারীর সিঁদুর মুছে দেওয়া হয়েছিল, তার জন্য আমরা ‘অপারেশন সিঁদুর’ চালিয়েছিলাম।

   

এরপরেও যদি আমরা ওই দেশের সঙ্গে ক্রিকেট খেলি, তাহলে জাতীয়তাবাদ কোথায় গেল? তবে, এখানে অর্থ একটি বড় ফ্যাক্টর। এমনকি বিজেপি সরকারের এত অর্থ দরকার যে রক্তের নদী বইলেও তারা ভারতের সঙ্গে পাকিস্তানের ক্রিকেট খেলাবে। কিন্তু এবার মানুষ টিভিতেও এই ম্যাচ দেখতে চান না।” রাউতের এই মন্তব্য ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচে ঘিরে যে রাজনৈতিক তরজা চলছে সেই আগুনে ঘৃতাহুতি দিয়েছে।

ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রিকেট ম্যাচ সবসময়ই কেবল খেলার মাঠের লড়াই নয়, বরং দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা এবং জাতীয়তাবাদী আবেগের প্রতিফলন। রাউতের মতে, এই ম্যাচের পেছনে অর্থনৈতিক স্বার্থ এবং বাণিজ্যিক লাভই মূল চালিকাশক্তি। ২০০৮ সালের মুম্বই হামলার (২৬/১১) প্রসঙ্গ টেনে রাউত বলেন, এই ধরনের ঘটনার পরও পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলা জাতীয় গর্বের উপর আঘাত।

তিনি ‘অপারেশন সিঁদুর’ উল্লেখ করে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের কঠোর অবস্থানের কথা মনে করিয়েছেন। এই অপারেশনের মাধ্যমে ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ নিয়েছিল। রাউতের মতে, এমন পরিস্থিতিতে ক্রিকেট ম্যাচ খেলা ভারতীয় জনগণের আবেগের সঙ্গে বিশ্বাসঘাতকতা। তিনি আরও বলেন, “টিভিতে এই ম্যাচ দেখার আগ্রহও মানুষ হারিয়ে ফেলেছে।”

Samsung Galaxy S26 Ultra 5G-র ফিচার ফাঁস, রয়েছে ২০০MP ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি

এই ম্যাচ ঘিরে ভারতে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একদিকে ক্রিকেট ভক্তরা ভারত-পাকিস্তান ম্যাচের উত্তেজনায় মুখরিত, অন্যদিকে রাউতের মতো অনেকেই এই ম্যাচকে রাজনৈতিক প্রেক্ষাপটে বিচার করছেন। এশিয়া কাপের আয়োজক দেশ শ্রীলঙ্কা এবং সংযুক্ত আরব আমিরাতে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হলেও, ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক ক্রিকেট সম্পর্ক বহু বছর ধরে স্থগিত রয়েছে। এই ফাইনাল তাই দুই দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য একটি বিরল সুযোগ।