কলকাতা: সম্প্রতি প্রকাশিত ২০২৩ এর ন্যাশানাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (NCRB) দ্বারা প্রকাশিত তথ্যে কলকাতাকে দেশের সবচেয়ে নিরাপদতম শহর বলা হয়েছে। যা নিয়ে ইতিমধ্যেই আস্ফালন শুরু করেছে শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC)। শনিবার বিজেপির (BJP) বিরুদ্ধে তোপ দেগেছেন কলকাতা ফিরহাদ হাকিম, শশী পাঁজা। তবে অভয়া এবং দক্ষিণ কলকাতা আইন কলেজের মত ঘটনার পরেও কলকাতা যদি দেশের নিরাপদতম শহর হয়, তাহলে বাকি রাজ্যগুলোর কি পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)।
তিনি বলেন, “NCRB-র রিপোর্টে কলকাতাকে দেশের নিরাপদতম শহর বলা হয়েছে, এ-তো সুসংবাদ। দেশের অন্যান্য শহরগুলোর অবস্থা তাহলে আরও খারাপ, ভয়াবহও বটে”। এরপর NCRB-র কাছে রাজ্য সঠিক তথ্য পাঠাচ্ছে কিনা সেই নিয়ে প্রশ্ন তুলেছেন বর্ষীয়ান সিপিআই (এম) নেতা সুজন (Sujan Chakraborty)। তিনি বলেন, “NCRB রিপোর্টে কি অভয়া কান্ড, মনোজিত সহ এরাজ্যের সব তথ্যই গোপন করা হয়?”
গত বছর আগস্টে আর জি করের চিকিৎসক তরুণীর গণধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় হয়েছিল সমগ্র দেশ। তারপর দক্ষিণ কলকাতার আইন কলেজের ঘটনা সামনে আসে। দুটি ক্ষেত্রেই অভিযুক্তদের সঙ্গে শাসন্দলের ঘনিষ্ঠতা প্রকাশ্যে আসে। যা নিয়ে সরব হয় রাজ্যের বিরোধী দল সহ আমজনতা। বিক্ষোভ, মিছিল-এ তোলপাড় হয় শহর কলকাতা। এক বছরের মধ্যে কলকাতা শহরের বুকে পরপর দুটি ভয়ংকর ধর্ষণের ঘটনার পরেই NCRB রিপোর্টে ক্লিন চিট পেয়েছে কলকাতা। অপরাধের তালিকায় শীর্ষে স্থান পেয়েছে কোচি, তারপরেই দিল্লি এবং সুরাট।
বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছে তৃণমূল কংগ্রেস
লাগাতার চতুর্থবার নিরাপদতম শহরের তকমা মিলতেই বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। শনিবার এক্সে তিনি লেখেন, “টানা চতুর্থবার দেশের সবচেয়ে সুরক্ষিত শহরের তকমা পেয়েছে কলকাতা। কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলির অবস্থা সঙ্গীন! অপরাধের তালিকায় শীর্ষে কোচি, তারপরেই দিল্লি এবং সুরাট।”
এরপর বিজেপিকে কটাক্ষ করে ফিরহাদ লেখেন, “একেই কি তাঁরা আইনশৃঙ্খলা বলেন?” সেইসঙ্গে “মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং কলকাতা পুলিশের সক্রিয়তা, স্মার্ট প্রযুক্তি, রাত্রিকালীন টহলদারি এবং নাগরিক সহযোগিতার মাধ্যমে কলকাতার নিরাপত্তা নিশ্চিত করা গিয়েছে”, বলে উল্লেখ করেন ফিরহাদ।
পাশাপাশি রাজ্যের নারী ও শিশুকল্যাণমন্ত্রী শশী পাঞ্জা (Shashi Panja) বলেন, “এতদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং তৃণমূল যে দাবী করে আসছিল, তারই প্রমাণ বহন করছে NCRB রিপোর্ট। মমতা বন্দ্যোপাধ্যায় অপরাধের সঙ্গে কোনও আপোষ করবেন না শুধু বলেনই নি, তা প্রমাণ করেছেন”।
প্রসঙ্গত, গত ২৯ সেপ্টেম্বর প্রকাশিত হওয়া ২০২৩ সালের NCRB রিপোর্ট দেশের ১৯ টি মেট্রোপলিটান শহরের মধ্যে কলকাতায় প্রতি এক লক্ষ জনে অপরাধের হার ৮৩.৯ টি বলে উল্লেখ করা হয়েছে। এই পরিসংখ্যান অনুযায়ী পরপর চতুর্থবার দেশের নিরাপদতম শহরের তকমা পেয়েছে কলকাতা।