গণধর্ষণে অভিযুক্ত রাজ্য বিজেপি সভাপতি

হরিয়ানার রাজ্য বিজেপি (BJP) সভাপতি মোহনলাল বাদোলির বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ উঠলো। এক মহিলা তার বিরুদ্ধে মামলা রুজু করেন। এফআইআরে নাম রয়েছে এক গায়কেরও। মহিলার অভিযোগ,২০২৩…

BJP Forms ‘High-Rise Committee’ in Kolkata to Secure Votes from Apartment Dwellers

হরিয়ানার রাজ্য বিজেপি (BJP) সভাপতি মোহনলাল বাদোলির বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ উঠলো। এক মহিলা তার বিরুদ্ধে মামলা রুজু করেন। এফআইআরে নাম রয়েছে এক গায়কেরও।
মহিলার অভিযোগ,২০২৩ সালের জুলাইয়ে হিমাচল প্রদেশের সোলান জেলার কাসৌলির একটি হোটেলে তাকে গণধর্ষণ করা হয়েছিল। শুধু মোহনলাল বাদোলিই নন সঙ্গে ছিলেন ওই গায়ক। গায়কের নাম রকি। ২০২৪ সালের ১৩ ডিসেম্বর মহিলা সোলান জেলার কাসৌলিতে দু’জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

মহিলা দাবি করেছেন,যখন মোহনলালের সঙ্গে তার আলাপ হয়েছিল,তখন রাজনৈতিক নেতা হিসেবেই নিজের পরিচয় দিয়েছিলেন। এরপর তিনি এবং তার বন্ধু দুই অভিযুক্তের সঙ্গে নিজের বস এবং বন্ধুর সঙ্গে কাসৌলির একটি হোটেলে ছিলেন তিনি। আর রকি নিজের পরিচয় দিয়েছিলেন গায়ক হিসেবে। পরবর্তীতে দুই অভিযুক্তের সঙ্গে একটি রুমে গিয়েছিলেন মহিলা এবং তাঁর বন্ধু। এরপর ওই মহিলাকে জোর করে মদ্যপান করানোর চেষ্টা করেন দুই অভিযুক্ত। কিন্তু মদ্যপান করতে রাজি হননি অভিযোগকারী। তারপরই তাঁকে ধর্ষণ করা হয় বলে দাবী মহিলার। অভিযুক্তরা ওই ঘটনার ছবি এবং ভিডিও করে রাখে এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। অভিযোগে আরও বলা হয়েছে, মোহনলাল এবং রকি মহিলাকে সরকারি চাকরি ও মিউজিক ভিডিওতে কাজের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কয়েক মাস আগে হরিয়ানার পঞ্চকুলায় রকি তাঁকে ডেকে পাঠায়। আবারাও তাকে ফাঁসানোর হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ।

   
Advertisements

তবে অভিযুক্তরা সব অভিযোগ অস্বীকার করেছেন। মোহনলাল বাদোলির দাবি,এই অভিযোগটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং মিথ্যা। তিনি জানিয়েছেন,‘‘এটি একটি রাজনৈতিক স্টান্ট। এই ঘটনার বাস্তবতার সঙ্গে কোনও সম্পর্ক নেই।’’। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক মামলায় তদন্ত শুরু করেছে।