নয়াদিল্লি: ট্রাম্পের শুল্ক-ত্রাসের মোকাবিলায় নরেন্দ্র মোদীর (Narendra Modi) ব্রহ্মাস্ত্র, “আত্মনির্ভর ভারত”। আগামীকাল থেকে দেশজুড়ে শুরু হবে GST (গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স) সাশ্রয় উৎসব। দেবীপক্ষের শুরুতে সাশ্রয়ের মুখ দেখবেন দরিদ্র থেকে মধ্যবিত্ত ভারতীয়। মহালয়ার বিকেলে জাতির উদ্দেশ্যে এই কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধুমাত্র আমজনতার দৈনন্দিন খরচে সাশ্রয়ই নয়, বরং GST ২.০ চুম্বকের মত আকর্ষণ করবে লগ্নিকারিদের।
নিজের পছন্দের জিনিস কিনতে আর করতে হবে না অপেক্ষা। সমাজের প্রতি স্তরের মানুষ জিএসটি সংস্কারে সঞ্চয় এবং সাশ্রয়রের মুখ দেখবেন বলে দাবি করলেন প্রধানমন্ত্রী। ২০১৪ সালের আগে, দেশ একাধিক করের গোলকধাঁধায় আটকে ছিল, যার বোঝা এতদিন বয়েছেন আমজনতা থেকে শুরু করে ব্যবসায়ীরা। কোম্পানিগুলি বেশি খরচ বহন করত, যার সরাসরি প্রভাব পড়ত সাধারণ মানুষের উপর।
তিনি দাবি করেন, “নতুন জিএসটি সংস্কার পরিবারগুলির জন্য দ্বিগুণ আশীর্বাদ হিসেবে কাজ করবে”। করের গোলকধাঁধা বন্ধ করে GST ২.০ ব্যবসাকে আরও মসৃণ করে তুলবে। যার ফলে লগ্নিকারিরা আকর্ষিত হবেন এবং বৃহত্তর বাজার খুলবে। এর মাধ্যমে “দেশের অর্থনৈতিক উন্নয়নের যাত্রায় প্রত্যেক রাজ্য কাঁধে কাঁধ মিলিয়ে অংশগ্রহণ করবে” বলে আশা প্রকাশ করেন মোদী।
GST ২.০
প্রসঙ্গত, চলতি মাসের গোড়ায় পুরনো জি এসটি হার বাতিল করে ৫ শতাংশ এবং ১৮ শতাংশের একটি সুবিন্যস্ত দ্বি-স্তরের জিএসটি হার অনুমোদন করে জিএসটি কাউন্সিল। যা ২২ সেপ্টেম্বর নবরাত্রির প্রথম দিন থেকে কার্যকর করা হবে বলে জানানো হয়েছিল। যার ফলে প্রায় ৯৯ শতাংশ পণ্যের উপর কর ১২% এর পরিবর্তে ৫% নেমে যাবে। পাশাপাশি, আগে যেসকল পণ্যের উপর ২৮% জিএসটি নেওয়া হত, ২২ তারিখের পর তা ১৮% নেমে আসবে এবং বিলাসবহুল ও ক্ষতিকারক পণ্যের উপর জিএসটি হার ৪০% আরোপিত হয়েছে।

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
