পাহাড়ের পর এবার সমতলেও পোস্টার দিল গোর্খা জনমুক্তি মোর্চা

আগামী মাসেই পাহাড়ে জিটিএ নির্বাচন। কাঞ্চন কোলে এখনও হিমেল হাওয়া বইলেও রাজনৈতিক উত্তাপ টের পাচ্ছে কলকাতাও।এবার পাহাড়ের তাপ গড়াল সমতলেও। জিটিএ নির্বাচনের আগেই তরাই ডুয়ার্সে…

আগামী মাসেই পাহাড়ে জিটিএ নির্বাচন। কাঞ্চন কোলে এখনও হিমেল হাওয়া বইলেও রাজনৈতিক উত্তাপ টের পাচ্ছে কলকাতাও।এবার পাহাড়ের তাপ গড়াল সমতলেও।

জিটিএ নির্বাচনের আগেই তরাই ডুয়ার্সে ৩৯৬ টি মৌজাকে জিটিএর অন্তর্ভুক্ত করার দাবিতে পোস্টার পড়ল তরাই এলাকাতেও। শনিবার দুপুরে ডুয়ার্সের বানারহাটে গোর্খা জনমুক্তি মোর্চার বানারহাট ব্লক কমিটির তরফ থেকে পোস্টারিং করা হলো। শুধুমাত্র বানারহাটেই নয় ডুয়ার্স জুড়ে এই ৩৯৬ মৌজাকে জিটিএর অধীনে আনার জন্য পোস্টারিং করা হবে বলেও সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে।

এদিন পোস্টারিং করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোর্খা জনমুক্তি মোর্চার নেতৃত্ব জানিয়েছেন, ২০১১ সালে রাজ্য সরকার, তৎকালীন কেন্দ্র সরকার এবং গোর্খা জনমুক্তি মোর্চার মধ্যে চুক্তির মাধ্যমে জিটিএ গঠন করা হয়। তাদের দাবি চুক্তি মোতাবেক ডুয়ার্স এবং তরাইয়ের ৩৯৬টি মৌজাকে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের অধীনে আনার কথা ছিল।

অভিযোগ, টালবাহানার জেরে এই অংশগুলো জিটিএর আওতায় আসতে পারিনি। যেহেতু সামনে পাহাড়ে ভোট রয়েছে সেই কারণেই তরাই ডুয়ার্স এর গোর্খা জনমুক্তি মোর্চার সদস্যরা চাইছেন ভোটের আগেই এই ৩৯৬ টি মৌজাকে জিটিএর অধীনে নিয়ে এসে তার পরে নির্বাচন করা হোক।

জিটিএ নির্বাচনের আগে রাজনৈতিক সমাধানের দাবিতে সরব হয়েছে বিমল ব্রিগেড। মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়ার পরেই রিলে অনশন শুরু করেছে গোর্খা জনমুক্তি মোর্চা। ২০১১ সালের চুক্তি অনুযায়ী স্থায়ী সমস্যার সমাধান চাইলেন বিমল গুরুং। সেইসঙ্গে দাবী করলেন আরও বেশী ক্ষমতার। উত্তরবঙ্গের ৩৯৬টি মৌজাকে জিটিএ’র অধীনে আনার দাবিও রেখেছেন তিনি। এখন গুরুংদের বক্তব্য ২০১১ সালে রাজ্য সরকার যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল, এখনও অবধি তার কিছুই পালন করেনি। সেইস্মস্ত ক্ষতা জিটিএ এর হাতে তুলে দিলে তবেই নির্বাচন হবে বলেও দাবী গুরুংয়ের। এবার পাহাড় পেরিয়ে সেই উত্তাপ চলে এল সমতলেও। ২০১৭ এর মতো ফের উত্তপ্ত হতে পারে পাহাড়? প্রশ্ন রাজনৈতিক মহলের।