কলকাতা ২৪ সেপ্টেম্বর: পুজোর মুখে ভয়াবহ দুর্ঘটনা। শহরের বিভিন্ন এলাকায় জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একাধিক মানুষের প্রাণহানির ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। এমন পরিস্থিতিতে মৃতদের পরিবারের পাশে দাঁড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) ঘোষণা করেন, রাজ্যের তরফে প্রতিটি মৃতের পরিবারকে আর্থিক সাহায্য হিসেবে দেওয়া হবে ২ লক্ষ টাকা। পাশাপাশি তিনি জানিয়েছেন, যদি সিইএসসি মৃতদের পরিবারের কোনও সদস্যকে চাকরি না দেয়, তবে রাজ্য সরকার সেই পরিবারের একজন সদস্যকে স্পেশাল হোমগার্ড পদে নিয়োগ করবে।
ঘটনার সূত্রপাত সোমবার রাত থেকে টানা বৃষ্টিতে কলকাতার একাধিক এলাকায় জল জমে যায়। প্রশাসনের উদ্যোগ সত্ত্বেও অনেক জায়গায় নিকাশি ব্যবস্থা ব্যাহত হয়, রাস্তা জলমগ্ন হয়ে পড়ে। সেই জলে বিদ্যুতের সংযোগ থেকে তৈরি হয় বিপদ। প্রশাসনের একাংশের দাবি, স্থানীয় কেবল, লাইন ও তারের সংযোগের ত্রুটি থেকে এই বিপদ বাড়ে। একাধিক ঘটনায় মানুষ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান।
এই দুর্ঘটনার পরেই মুখ্যমন্ত্রী দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেন প্রশাসনকে। তিনি বলেন, “এ ধরনের ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। সরকারের পক্ষ থেকে আমরা তাঁদের পাশে আছি।” তিনি আরও জানান, মৃতদের পরিবারকে রাজ্য সরকার ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে।
এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সিইএসসি-র ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি জানান, “যদি সিইএসসি মৃতদের পরিবারের একজন সদস্যকে চাকরি দিতে অস্বীকার করে, তবে রাজ্য সরকার সেই দায়িত্ব নেবে। মৃতদের পরিবারের একজন সদস্যকে স্পেশাল হোমগার্ড পদে চাকরি দেওয়া হবে। আমরা চাই না, কোনও পরিবার অর্থকষ্টে পড়ুক।”
রাজনৈতিক মহল মনে করছে, মুখ্যমন্ত্রীর এই ঘোষণার মাধ্যমে মৃতদের পরিবারের প্রতি সরকারের দায়বদ্ধতা স্পষ্ট হল। দুর্ঘটনায় শোকগ্রস্ত পরিবারগুলির আর্থিক অনটনের বিষয়টিও তিনি খেয়াল রেখেছেন। বিশেষজ্ঞদের মতে, সাময়িক আর্থিক সাহায্যের পাশাপাশি চাকরির আশ্বাস দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা পরিবারকে দীর্ঘমেয়াদে স্বস্তি দিতে পারে।

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
