রেশন দুর্নীতি মামলায় ফের কলকাতা-সহ ৭ জায়গায় ইডির তল্লাশি

আরজি কর কাণ্ডের আবহে ফের রেশন দুর্নীতি (Ration Scam) মামলার অ্যাকশনে ইডি। সাত সকালেই কলকাতা-সহ রাজ্যের ৭ জায়গায় রেশন দুর্নীতি মামলার তল্লাশিতে নামেন কেন্দ্রীয় সংস্থা৷…

A news headline that reads 'ED Raids 7 Locations Over Ration Scam'. The text is on a plain background, emphasizing the seriousness of the situation involving the Enforcement Directorate investigating multiple sites related to a ration distribution fraud.

আরজি কর কাণ্ডের আবহে ফের রেশন দুর্নীতি (Ration Scam) মামলার অ্যাকশনে ইডি। সাত সকালেই কলকাতা-সহ রাজ্যের ৭ জায়গায় রেশন দুর্নীতি মামলার তল্লাশিতে নামেন কেন্দ্রীয় সংস্থা৷ এর মধ্যে রয়েছে এক ফুড ইনস্পেক্টরের বাড়িও।

এই তল্লাশিতে মিলতে পারে একাধিক নথিও দাবি ইডি সংস্থার। যদিও এর আগে নিয়োগ দুর্নীতি থেকে শুরু তরে রেশন দুর্নীতি মামলা নিয়ে তোলপাড় হয়ে উঠেছিল রাজ্য-রাজনীতি৷ প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক৷

Advertisements

এই সংবাদটি সবেমাত্র এসেছে এবং আপনি এটি kolkata24x7.in এ পড়ছেন। যেমন তথ্য প্রাপ্ত হচ্ছে, আমরা এটি আপডেট করছি। আরও ভাল অভিজ্ঞতার জন্য আপনি এই সংবাদটি রিফ্রেশ করুন, যাতে আপনি অবিলম্বে সমস্ত আপডেটগুলি পেতে পারেন। আমাদের সাথে থাকুন এবং প্রতিটি সঠিক সংবাদ পান প্রথমে কেবল kolkata24x7.in এ।