আমেরিকার হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে বসতে চলেছেন এক বাঙালি। কলকাতা থেকে উঠে আসা জয় ভট্টাচার্যকে (Jay Bhattacharya) ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেল্থ (এনআইএইচ)-এর নতুন অধিকর্তা হিসেবে নিয়োগের জোর সম্ভাবনা তৈরি হয়েছে।
নিজ্জর হত্যায় মোদী-যোগ ‘মিথ্যে’, কানাডার গোয়েন্দা সংস্থাকেই দুষ্কৃতী বললেন ট্রুডো
৫৬ বছর বয়সি জয় ভট্টাচার্য (Jay Bhattacharya) একজন প্রখ্যাত স্বাস্থ্যবিদ এবং অর্থনীতিবিদ। তাঁর জন্ম কলকাতায় হলেও, কর্মজীবনে তিনি আমেরিকায় অসাধারণ সাফল্য অর্জন করেছেন। বর্তমানে তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক এবং ন্যাশনাল ব্যুরো অফ ইকনমিক রিসার্চের সঙ্গেও যুক্ত। জয় শুধু এমডি ডিগ্রিধারীই নন, স্ট্যানফোর্ড থেকে অর্থনীতিতে পিএইচডিও করেছেন, যা তাঁকে স্বাস্থ্যনীতির ক্ষেত্রে বিশেষজ্ঞ হিসেবে প্রতিষ্ঠা দিয়েছে।
আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট পদে শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে তাঁর প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগের কাজ এখন থেকেই শুরু হয়ে গেছে। আমেরিকার সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট-এর এক প্রতিবেদনে উঠে এসেছে যে, এনআইএইচ-এর মতো একটি প্রভাবশালী প্রতিষ্ঠানের দায়িত্ব জয় ভট্টাচার্যের হাতে তুলে দেওয়া হতে পারে।
শীতকালীন অধিবেশনের শুরুতেই আদানি নিয়ে আলোচনার দাবি বিরোধীদের
ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেল্থ (এনআইএইচ) আমেরিকার প্রধান স্বাস্থ্য গবেষণা সংস্থা। এই প্রতিষ্ঠান নতুন ওষুধ, চিকিৎসা পদ্ধতি এবং স্বাস্থ্যসেবা নিয়ে গবেষণার কেন্দ্রবিন্দু। এনআইএইচ-এর অধিকর্তা হিসেবে জয় ভট্টাচার্য নিয়োগ পেলে এটি শুধু তাঁর ব্যক্তিগত কৃতিত্ব নয়, বরং ভারতীয় তথা বাঙালি সম্প্রদায়ের জন্য গর্বের বিষয়।
স্ট্যানফোর্ডে জয় ভট্টাচার্যের গবেষণার প্রধান ক্ষেত্র হল স্বাস্থ্যনীতি এবং অর্থনীতি। তাঁর কাজ শুধু আমেরিকাতেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত। স্বাস্থ্যসেবার ব্যয় কমানো, উন্নত চিকিৎসা নীতি প্রণয়ন এবং জনস্বাস্থ্যে ইতিবাচক পরিবর্তন আনতে তাঁর অবদান উল্লেখযোগ্য।
জর্ডানে ইজরায়েলি দূতাবাসের কাছে বন্দুকধারীর গুলি, তিন পুলিশ আহত
কলকাতার সন্তান জয় ভট্টাচার্যের সাফল্য শুধু আমেরিকাতেই সীমাবদ্ধ নয়। তাঁর কাজ বিশ্বব্যাপী প্রভাব ফেলেছে। কলকাতার মতো শহর থেকে উঠে এসে স্ট্যানফোর্ডের মতো জায়গায় প্রতিষ্ঠিত হওয়া এবং তারপর ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত হওয়ার সম্ভাবনা বাঙালি হিসেবে গর্বের।
ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইতিমধ্যেই বিতর্কিত। স্বাস্থ্যনীতি, জলবায়ু পরিবর্তন এবং অর্থনীতি নিয়ে তাঁর নীতিগুলি নানা মতামতের জন্ম দিয়েছে। জয় ভট্টাচার্যের মতো একজন দক্ষ এবং অভিজ্ঞ ব্যক্তিত্ব এই নীতিগুলিতে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি যোগ করতে পারেন। এনআইএইচ-এর মতো প্রতিষ্ঠানে তাঁর নেতৃত্ব স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।