ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মুখ খুললেন দেব, জানালেন ‘আমি দায়িত্ব জানি’

‘ঘাটাল মাস্টার প্ল্যান’ নিয়ে রাজনৈতিক মহলে যখন বিতর্ক তুঙ্গে, তখন নিজের অবস্থান স্পষ্ট করলেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব। তিনি জানিয়ে দিলেন, শুধু কথার লড়াই নয়,…

Ghatal Master Plan: The Never-Ending Struggle for Flood Control in West Medinipur

‘ঘাটাল মাস্টার প্ল্যান’ নিয়ে রাজনৈতিক মহলে যখন বিতর্ক তুঙ্গে, তখন নিজের অবস্থান স্পষ্ট করলেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব। তিনি জানিয়ে দিলেন, শুধু কথার লড়াই নয়, বাস্তবে কাজ করাই তাঁর মূল লক্ষ্য। কোনও রাজনৈতিক চাপ কিংবা বিরোধিতায় তিনি পিছিয়ে পড়বেন না, বরং আরও দৃঢ়ভাবে মানুষের পাশে থাকবেন।

দেব বলেন, “আমি তো ঘাটালের প্রথম সাংসদ নই। আমার আগে অনেক গুণী ও অভিজ্ঞ নেতা এই কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন। তাঁদের মধ্যে গুরুদাস গুপ্ত ছিলেন সাতবারের সাংসদ। যদি এই ‘ঘাটাল মাস্টার প্ল্যান’ এত সহজ হত, তবে তাঁদের আমলেই সেটা বাস্তবায়িত হয়ে যেত। আমি একা কিছু করতে পারি না, এটা একদিনে সম্ভবও নয়।”

   

তাঁর কথায় উঠে আসে এক সাধারণ মানুষের বক্তব্য—যে কোনও প্রকল্প বাস্তবায়নের জন্য কেন্দ্র ও রাজ্যের সহযোগিতা প্রয়োজন, এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছাড়া এমন প্রকল্প বাস্তবায়ন সম্ভব নয়। দেব বলেন, “আমি কোনও রাজনৈতিক নেতা হতে চাই না। আমি নিজেকে একজন দায়বদ্ধ প্রতিনিধি মনে করি, যে নিজের কাজটা সততার সঙ্গে করে।”

তাঁর কাজের পরিসংখ্যান ঘাটালবাসীর কাছেই পৌঁছে দিয়েছেন তিনি। জলমগ্ন ঘাটাল, নদী বাঁধের সমস্যা, যোগাযোগ ব্যবস্থার দুর্বলতা—এই সমস্ত বিষয়ে তিনি বারবার লোকসভায় মুখ খুলেছেন। এমনকী কেন্দ্রীয় সরকারের কাছেও একাধিকবার আবেদন জানিয়েছেন, যেন এই পরিকল্পনাটি বাস্তবায়িত হয়।

সমালোচকদের উদ্দেশ্যে দেবের সোজাসাপটা বার্তা, “আমি জানি, যারা কাজ করে, তারাই সমালোচনার শিকার হয়। সেটা হওয়াই স্বাভাবিক। কিন্তু যারা অহেতুক কাদা ছোড়ে, তাদের সঙ্গে আমি পা মেলাতে চাই না। আমি কাদা ছোড়াছুড়ি করি না, আমি কাজ করি।”

Advertisements

তিনি আরও বলেন, “আজ যারা চিৎকার করছেন, তারা নিজেরা যখন ক্ষমতায় ছিলেন, তখন কী করেছেন তা ঘাটালের মানুষ জানেন। আমি শপথ নিয়েছিলাম, যতটা পারি মানুষের পাশে থাকব। তাই করে চলেছি। কেউ পাশে থাকুক বা না থাকুক, আমি আমার দায়িত্ব জানি এবং সেই মতোই কাজ করে যাব।”

দেবের বক্তব্যে বারবার উঠে এসেছে, তিনি রাজনীতির জন্য রাজনীতি করেন না। মানুষের সেবা করাই তাঁর লক্ষ্য। এবং সেই কাজে কেউ যেন বাধা না হয়ে দাঁড়ায়, সে কথাও স্পষ্ট ভাষায় জানিয়েছেন। তাঁর মতে, “আজ যারা ফেসবুকে বসে ট্রোল করছেন, সমালোচনা করছেন, তারা মাঠে নেমে মানুষের কষ্ট জানেন না। আমি তাঁদের বলব, রাজনীতি করতে হলে আগে মানুষের পাশে দাঁড়ান। শুধু সোশ্যাল মিডিয়ায় বসে কথা বলে কিছু হয় না।”

শেষে দেব বলেন, “ঘাটাল আমার প্রাণ। এখানে আমি জন্মাইনি, কিন্তু এখানকার মানুষ আমাকে যেভাবে আপন করেছেন, তাতে আমি কৃতজ্ঞ। আমি জানি, যারা আমাকে ভোট দিয়েছেন, তাঁরা জানেন আমি কী করি। তাঁরা জানেন বলেই আমি আছি। আর তাঁদের বিশ্বাসকেই আমি সম্মান করতে চাই কাজের মাধ্যমে।”

এই আত্মবিশ্বাসী, পরিশ্রমী সাংসদ বলছেন, কাজই তাঁর ভাষা, প্রচার নয়। কাদা ছোড়া রাজনীতির বদলে উন্নয়নের রাজনীতিকেই গুরুত্ব দিতে চান তিনি। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে যে বিতর্ক চলছে, তার মধ্যেই মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন দেব—একজন সাংসদ, যিনি রাজনীতিকে কেরিয়ার নয়, দায়িত্ব মনে করেন।