Deepak Adhikari: রাগ-অভিমান ভুলে দলীয় কর্মীদের এক হওয়ার বার্তা দেবের

"BJP MLA Sheetal Kapat Takes a Sharp Dig at Dev Over Ghatal Master Plan
"BJP MLA Sheetal Kapat Takes a Sharp Dig at Dev Over Ghatal Master Plan

লোকসভা ভোটের প্রার্থী তালিকায় একাধিক তারকাকে টিকিট দিয়েছে তৃণমূল। রাজনীতি থেকে সন্ন্যাস নিত চেয়েছিলেন দেব (Deepak Adhikari)। তিনি বলেছিলেন রাজনীতি তাঁর জন্য নয়। তিনি শুধু সিনেমা নিয়েই থাকবেন। তবে গতবারের সাংসদ দেবকে নিস্তার দেয়নি তৃণমূল। ঘাটালে দেবকে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। টিকিট পেয়ে নিজের নির্বাচনী এলাকায় প্রচার শুরু করেছেন অভিনেতা প্রার্থী।

আজ নির্বাচনী প্রচারে বেরিয়ে এক সভায় দেব বলেন– অন্য কোনও দল নয় একমাত্র তৃণমূল কংগ্রেসই তৃণমূলকে হারাতে পারে। দেবের মনে হয়েছে অন্য কোনও দল তাদের হারাতে পারবে না। দেবের কথায়, ‘তৃণমূলকে অন্য কোনও দল হারাতে পারবে না। তৃণমূলকে হারাতে পারে একমাত্র তৃণমূল। সবাই একসঙ্গে লড়াই করলে দুর্দান্ত লিড দেবে দল। দলে সবাই থাকব। দলের সম্মান এখন আমাদের সম্মান। সবাই পদ চায়, নেতা হতে চায়। আমরা যদি রাগ অভিমান ভুলে দলের হয়ে কাজ করি তাহলে দল ভালো ফল করবে।’

   

সবাইকে এক হয়ে দলের জন্য কাজ করার বর্তা দিয়েছেন দেব। তিনি মনে করেন সবাই এক হয়ে কাজ করলে দল সারা বাংলায় ভালো ফল করবে। এমন কি দেবের মনে হয়েছে একজোট হয়ে লড়াই করলে তৃণমূল কংগ্রেস এবার লিড দেবে। অনেকে মনে করছেন গতবারের মতোই এবার ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে ভালো ফল করবে দেব।

গত পাঁচ বছরে নিজের কেন্দ্রে নানা কাজে ঝাঁপিয়ে পড়তে দেখা গিয়েছে দেবকে। তবে গরুপাচার মামলায় ইডির তলব পাওয়ায় কিছুটা চাপের মুখে পড়েছিলেন দেব। তিনি অবশ্য সিজিও কমপ্লেক্সে ঢোকার মুখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব জানিয়েছিলেন, তিনি কোনও টাকা নেনই, তাই তাঁর মনে কোনও ভয় নেই। এবার লোকসভা ভোটের বাক্সে দেব কতটা ভালো ফল করবেন সেটাই এখন দেখার।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন