DARJEELING: বিজেপির বিরুদ্ধে একত্রিত হওয়ার ডাক দার্জিলিং জেলা সভাপতির

দেশকে বিক্রি করার পথে হাঁটছে বিজেপি। ভারত, যেখানে নানা ভাষা, নানা মত, নানা ধর্মের মানুষ বসবাস করেন সেই ভারতেই সাম্প্রদায়িকতা ছড়িয়ে দিতে চাইছে কেন্দ্রের শাসকদল।…

দেশকে বিক্রি করার পথে হাঁটছে বিজেপি। ভারত, যেখানে নানা ভাষা, নানা মত, নানা ধর্মের মানুষ বসবাস করেন সেই ভারতেই সাম্প্রদায়িকতা ছড়িয়ে দিতে চাইছে কেন্দ্রের শাসকদল। ভারতকে দ্বিখণ্ডিত করতে চাইছে বিজেপি এমনটাই বললেন দার্জিলিং(DARJEELING) জেলা সভাপতি পাপিয়া ঘোষ। বিজেপির বিরুদ্ধে মহা মিছিলের ডাক দিলেন তিনি। আজ উদয়ন গুহকে নিয়ে এই মহা মিছিলে সকল কর্মীদের একত্রিত হওয়ার বার্তাই দিলেন দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষ।

তিনি‌ বলেন,এই মহামিছিল বিজেপির বিরুদ্ধে। আমাদের প্রতিবাদ বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। এই মহামিছিলে তিনি সকল স্তরের, সব ধরনের কর্মীদের সামিল হওয়ার জন্য আমন্ত্রন জানিয়েছেন। আজ তিনি সকলের কাছে বার্তা দেন, ‘সবাই আসুন এবং একসাথে হাটুন’।

   

উদয়ন গুহকে পাশে নিয়ে জেলা সভাপতি জানান,’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য মহিলাদের নিজের পায়ে দাঁড় করিয়ে দেওয়া। আজ সেই দিন এসেছে আমাদের বিনিময়ে কিছু ফিরিয়ে দেওয়া’। 

উদয়ন গুহ এদিন বিজেপিকে আক্রমন করে বলেন,’ আমরা তৃণমূল কংগ্রেস দল করি। আমাদের অনেক অনেক চিন্তা মাথায় রেখে চলতে হয়। তাই এই মহামিছিলে আমাদের লক্ষ্য থাকবে বিজেপির বিরুদ্ধে আক্রমন করা, বিজেপির সমস্ত কাজের প্রতিবাদ করা’। উদয়ন গুরু গুহ বিজেপির দিকে আক্রমণ শানিয়ে আরো বলেন, দেশকে বিক্রি করে দেবে বিজেপি,তার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। আজকের এই মহামিছিলে ছাত্র,যুব এবং মহিলাদের প্রতি আহবান আপনারা রাস্তায় নেমে প্রতিবাদ করুন।এগিয়ে আসুন তবেই সফল হবে আমাদের এই মহামিছিল’।