রাত দখলের পর মেয়েদের ব্রিগেড বাহিনি গড়ল সিপিএম

সিপিআইএমের এই ব্রিগেড কোনও জনসভা নয়! স্বাধীনতা দিবসে ঘরে ঘরে নারী বাহিনী (CPIM Women Brigade) তৈরির আহ্বান জানানো হলো। রাজ্যের পূর্বতন শাসক দলটির সামাজিক মাধ্যমের…

CPIM Women Brigade

সিপিআইএমের এই ব্রিগেড কোনও জনসভা নয়! স্বাধীনতা দিবসে ঘরে ঘরে নারী বাহিনী (CPIM Women Brigade) তৈরির আহ্বান জানানো হলো। রাজ্যের পূর্বতন শাসক দলটির সামাজিক মাধ্যমের বার্তা গড়ে তুলুন মেয়েদের ব্রিগেড।

রাজ্য জুড়ে এই বার্তা ভাইরাল। মীনাক্ষী মুখার্জি, দীপ্সিতা ধরসহ সিপিআইএমের নেত্রীরা এই মেয়েদের ব্রিগেডে যোগদান করার আহ্বান জানাচ্ছেন। সামাজিক মাধ্যমে দেওয়া লিংক খুলে যোগ দিতে হবে।

   

বার্তায় বলা হয়েছে বাংলার মেয়েদের নিরাপত্তা জোরদার, স্বাস্থ্য ও শিক্ষার প্রসার বিস্তার, অধিকার ও স্বাধীনতা রক্ষায় গ্রামে-শহরে তৈরি হবে মেয়েদের ব্রিগেড।

উল্লেখ্য, বিধানসভার বিরোধী দল বিজেপি তাদের সদস্য সংগ্রহ করে মিস কলের মাধ্যমে। বিজেপি ‘মিস কলের পার্টি’ এমন কটাক্ষ করে শাসক তৃণমূল কংগ্রেস ও বিগত শাসকদল সিপিআইএম। বাম দলটির দাবি, তাদের সাংগঠনিক সদস্য হওয়া সহজ নয়। তবে এবার তারাও লিংক খুলে কোড স্ক্যান করে মেয়েদের ব্রিগেড নামে বিশেষ কর্মসূচি নিল।

Advertisements

সিপিআইএমের কটাক্ষ, পশ্চিমবঙ্গে তৃণমূল শাসনে তথা মহিলা মু়খ্যমন্ত্রীর প্রশাসনিক দুর্বলতার কারণে মহিলাদের সুরক্ষা নেই। তাদের সুরক্ষার বিষয়ে এবার বিশেষ সেল গঠন করা হলো। রাজনৈতিক বিশ্লেষণ, বিধানসভা নির্বাচন সামনে রেখে মহিলাদের মধ্যে সাংগঠনিক তৎপরতা বাড়িয়ে নিতেই মেয়েদের ব্রিগেড কর্মসূচি চালু করেছে সিপিআইএম।

রাজ্যে টানা সাড়ে তিন দশক একাদিক্রমে শাসক থাকাকালীন সিপিআইএমের গণতান্ত্রিক মহিলা সমিতি সংগঠন মহিলা ভোটারদের ধরে রাখার ক্ষেত্রে ভূমিকা নিত। তবে বাম জমানার পতনের পর থেকে দলটির অন্যান্য গণসংগঠন ক্রমশ দুর্বল হয়েছে। তবে কৃষক ও শ্রমিক সংগঠন বেশ চাঙ্গা। ব্যাংক, বিমা, চিকিৎসা পরিষেবার মতো প্রতিষ্ঠানে বামপন্থী ইউনিয়ন শক্তিশালী। অপর দিকে শাসকদল হওয়ার সুবাদে তৃণমূল কংগ্রেসের সবকটি শাখা সংগঠনে ভরা জোয়ার। বিরোধী দল বিজেপির কটাক্ষ, ক্ষমতাচ্যুত হলেই ত়ৃ়নমূলের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। সিপিআইএমের কটাক্ষ, তৃ়নমূল ও বিজেপির মধ্যে সংঘ পরিবারের মাধ্যমে সংযোগ আছে।