CAA লাগুর বোঝাপড়া হয়েছিল কলকাতায় মোদী-মমতার বৈঠকে: মহ: সেলিম

দেশে নাগরিকত্ব আইন (CAA) লাগুর বিজ্ঞপ্তি জারি হয়েছে।  এই নিয়ম জারির পরেই তীব্র প্রতিবাদ জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মমতার সিএএ বিরোধিতা লোকদেখানো বলেই…

দেশে নাগরিকত্ব আইন (CAA) লাগুর বিজ্ঞপ্তি জারি হয়েছে।  এই নিয়ম জারির পরেই তীব্র প্রতিবাদ জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মমতার সিএএ বিরোধিতা লোকদেখানো বলেই অভিমত সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্নদ সেলিমের। তিনি দিল্লিতে সাংবাদিক সম্মেলনে বলেন সম্প্রতি কলকাতায় এসে প্রধানমন্ত্রী বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। সেই বৈঠকে বোঝাপড়া হয়েছে।

দিল্লিতে মহম্মদ সেলিম বলেন, ‘‘কলকাতায় এসে প্রধানমন্ত্রী বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। বোঝাপড়া হয়েছে। নাগরিকত্ব সংশোধন আইন বা সিএএ’র বিধি ভোটের মুখে জারি করার ঘোষণা মেরুকরণের লক্ষ্যে। তবে বারবার এই লক্ষ্য সফল হবে না। আগেরবার যন্ত্রণা দেখেছে দেশ। এবার যারা এভাবে মেরুকরণের চেষ্টা করছে তারা তামাশার পাত্র হবে।’’ 

সেলিম বলেন, ‘পশ্চিমবঙ্গে বামপন্থীদের শক্তি বাড়ছে। সিএএ নিয়ে মেরুকরণের উদ্দেশ্য তৃণমূল এবং বিজেপির মধ্যে ভোট ভাগ করে নেওয়ার চেষ্টা করা। প্রধানমন্ত্রী বলবেন সিএএ করব, আর মুখ্যমন্ত্রী বলবেন হতে দেব না। তবে বারবার একই কৌশল কাজে আসে না। মানুষ কৌশল ধরে ফেলেছেন।’

২০০৪ সালে নাগরিকত্ব বিধি সংশোধনের নির্দেশ জারি হয়েছিল বিজেপি সরকারের সময়। ততকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী মন্ত্রিসভায় ছিল তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি ছিলেন মন্ত্রী। তখন তিনি প্রতিবাদ করেননি বলে রাজনৈতিক মহলেও চর্চা।