সোমবার লাল তারিখ, রাজ্য সিপিআইএমে বিশেষ পরিবর্তনের ইঙ্গিত

CPIM রাজ্য সম্মেলন থেকে লাল তারিখ ঘোষণা করলেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সোমবার দলের বিশেষ অধিবেশন হবে। সেই অধিবেশনে আসছে পরিবর্তন এমনই ইঙ্গিত সেলিমের। পরিবর্তন…

CPIM Special Session Announcement Signals Major Changes Ahead

CPIM রাজ্য সম্মেলন থেকে লাল তারিখ ঘোষণা করলেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সোমবার দলের বিশেষ অধিবেশন হবে। সেই অধিবেশনে আসছে পরিবর্তন এমনই ইঙ্গিত সেলিমের। পরিবর্তন কোন দিকে এই নিয়ে আলোচনা তুঙ্গে।

সিপিআইএমের ২৭ তম রাজ্য সম্মেলন চলছে ডানকুনিতে। দলটি বিগত কয়েক বছরে ক্রমাগত ভোট ক্ষয়ের শিকার। আগামী বিধানসভা নির্বাচন সামনে রেখে সিপিআইএমের মধ্যে পরিবর্তন আসতে চলেছে বলে মনে করা হচ্ছে। দলীয় মুখপত্র ‘গণশক্তি’ জানাচ্ছে, রাজ্য সম্মেলনের দ্বিতীয় দিনে,  সাংবাদিক সম্মেলনে মহম্মদ সেলিম বলেন, ‘এবার প্রথম সম্মেলনে উপস্থিত প্রতিনিধিদের নিয়ে হবে বিশেষ অধিবেশন। নির্বাচনী লড়াই সংগ্রামের অভিমুখ কী হবে, তা নিয়ে হবে আলোচনা। 

   

‘বিশেষ অধিবেশন’-এ কী সিদ্ধান্ত নেবে সিপিআইএম?
সেলিম বলেছেন, বিশেষ অধিবেশন হবে, যা ভবিষ্যতের দিক নির্দেশ করবে। রাজ্যের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা হবে। এই প্রথম এই ধরনের অধিবেশন হচ্ছে।

দলীয় রাজ্য সম্মেলনে সাংবাদিকদের মহম্মদ সেলিম বলেছেন,রাজনীতিতে বিপুল অর্থ ব্যবহার করে হচ্ছে জনমত বদলানের ক্ষেত্রে। এর বিরুদ্ধে মানুষকে সঙ্গে নিয়ে লড়াই করতে হবে। তিনি বলেন, সম্মেলনে ১৩টি প্রস্তাব পেশ হয়েছে মূল রাজনৈতিক সাংগঠনিক প্রস্তাবের পাশাপাশি। সংবাদমাধ্যমের স্বাধীনতার পক্ষে প্রস্তাব পেশ হয়েছে সম্মেলনে। তিনি বলেন, সংবাদমাধ্যমকে যে ভাবে ব্যবহার করা হচ্ছে তাতে সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব হচ্ছে। স্বাধীন এবং বহুত্ববাদী সংবাদমাধ্যমে পক্ষে প্রস্তাব নেওয়া হয়েছে এই সম্মেলন থেকে।