CPIM: মমতা ক্ষমতায় আসার জন্য যত অপকর্ম করেছেন তার দগদগে ক্ষত বেরোচ্ছে: বিকাশরঞ্জন

সিঙ্গুরের টাটার কারখানা না হওয়ায় এবার টাটাকে সুদ সমেত ক্ষতিপূরণ দিতে হবে WBIDC-কে। টাটা মোটরসের পক্ষে সর্বসম্মত রায় মধ্যস্থতাকারী ট্রাইবুনালের। এমনই জানিয়েছে টাটা মোটরস। সুদ…

CPIM: মমতা ক্ষমতায় আসার জন্য যত অপকর্ম করেছেন তার দগদগে ক্ষত বেরোচ্ছে: বিকাশরঞ্জন

সিঙ্গুরের টাটার কারখানা না হওয়ায় এবার টাটাকে সুদ সমেত ক্ষতিপূরণ দিতে হবে WBIDC-কে। টাটা মোটরসের পক্ষে সর্বসম্মত রায় মধ্যস্থতাকারী ট্রাইবুনালের। এমনই জানিয়েছে টাটা মোটরস। সুদ সহ মোট ৭৬৫.৭৮ কোটি টাকা দিতে হবে ডব্লুবিআইডিসিকে। ২০১৬ সাল থেকে ১১ শতাংশ হারে সুদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মামলার খরচের জন্য আরো এক কোটি টাকা দিতে হবে। এই বিষয়ে ক্ষোভ উগরে দিলেন সিপিআইএম সাংসদ ও আইনজীবী  বিকাশরঞ্জন ভট্টাচার্য।

সিঙ্গুরে কারখানা না হওয়ায় টাটাকে সুদসহ ক্ষতিপূরণ দিতে হবে ডব্লুবিআইডিসি-কে। এই প্রসঙ্গে বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘রাজ্য সরকার তো দেউলিয়া হয়ে গেল। এবার টাটা মোটর তাদের ক্ষতিপূরণ পাবেন। এরপর হলদিয়া নিয়েও প্রসুন চ্যাটার্জির গ্রুপ রয়েছে। তাও বেশ কয়েক হাজার কোটি টাকা’।

Advertisements

এর সঙ্গেই তিনি মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেন, ‘মমতা ক্ষমতায় আসার জন্য যত অপকর্ম করেছেন তার দগদগে ক্ষত এখন আস্তে আস্তে বেরোচ্ছে। কোথা থেকে এই টাকা দেবে পশ্চিমবঙ্গ তো দেউলিয়া হয়ে গেল। এরা যদি এখন আইনি পদ্ধতির মাধ্যমে তাদের সমস্ত টাকা নেওয়ার উদ্যোগ নেয় তাহলে পশ্চিমবঙ্গ তো দেউলিয়া হবে। পশ্চিমবঙ্গের মানুষকে ভিক্ষার পাত্র নিয়ে দাঁড় করিয়ে দেবে মমতা সরকার’।