CPIM: ‘সমঝে যান, ধরা পড়ে গেছেন কিন্তু’, সৌগতকে আক্রমণ সুজনের

নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের জেল ও গোরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের সিবিআই হেফাজতের পর দমদমের তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়ের হুমকি ভাষণ দিয়ে প্রবল বিতর্কে।…

CPI(M) leader Sujan Chakraborty in the hospital

নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের জেল ও গোরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের সিবিআই হেফাজতের পর দমদমের তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়ের হুমকি ভাষণ দিয়ে প্রবল বিতর্কে। তিনি প্রকাশ্যে বলেছেন, যারা আমাদের বেশি নিন্দা করছে, তৃণমূলের সেই সমালোচকদের গায়ের চামড়া দিয়ে পায়ের জুতো তৈরি হবে। এই দিন অপেক্ষা করছে। এবার সৌগতর মন্তব্যের কড়া নিন্দা করলেন CPIM নেতা সুজন (Sujan Chakraborty) চক্রবর্তী।

টুইটে সুজন লিখেছেন “ অধ্যাপক না অপরাধী? এ তো ক্রিমিনাল দের ভাষা। ছিঃ।। সঙ্গদোষ তো বটেই। সাথে ক্ষমতা হারানো আর ভয়ের স্পষ্ট প্রতিফলন তৃনমূল নেতার চোখে মুখে।। আয়নায় নিজের চেহারা দেখুন আর মানুষের মেজাজ বোঝার চেষ্টা করুন।। সতর্ক হোন। সমঝে যান। ধরা পড়ে গেছেন কিন্তু।।“

কামারহাটির সভা থেকে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, আমি দেখছি সিপিআইএম, বিজেপির পাখা গজিয়েছে। তারা বলছে, তৃণমূলের সবাই চোর। আমরা তাদের হুঁশিয়ারি দিয়ে বলছি কামারহাটিতে তৃণমূলের সব চোর বলে কেউ মিছিল করলে তাঁদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেব যে পার্টি অফিসে ঢুকে যেতে হবে। সাবধান থাকবেন। এরপর তৃণমূল কর্মীরা যদি সিপিআইএমের পার্টি অফিস বন্ধ করে দেয়, তখন কেউ বলতে পারবে না আমরা অন্যায় করছি।

সৌগতকে কটাক্ষ করে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী আরও একটি টুইটে লিখেছেন, “তৃনমূলের নেতারা এত ভয় পেয়ে গেল যে শুধুই অসভ্য হম্বিতম্বি, হুমকি আর প্রলাপ বকা!! লুঠ আর তোলাবাজীর বদহজমে শুধু পেটে’ই না, পচন ধরেছে মাথায়। তার দূর্গন্ধ ক্রমশই বাড়ছে যে!!”

গোরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে গ্রেফতারের পর ময়দানে নেমেছে তৃণমূল। শাসক দলের একের পর এক নেতাদের তরফে বিরোধীদের উদ্দেশ্যে একাধিক গরম ও উস্কানিমূলক মন্তব্য আসছে।

তৃণমূল কংগ্রেস নেতাদের হুঁশিয়ারি দিয়েছেন সিপিআইএম আইনজীবী নেতা সব্যসাচী চ্যাটার্জি। তিনি লিখেছেন “যারা চিল চিৎকার করে মাজা ভেঙে দেবার হুমকি দিচ্ছে তাদের ভালো মন্দ কিছু হয়ে গেলে ‘দল’ কিন্তু দায়িত্ব নেবেনা। তাপস পালের কথা মনে থাকে যেন।তাছাড়া এটা ২০২২। অপরেশন ইললিগ্যাল ওয়েলথ শুরু হয়ে গেছে….সুতরাং, সাধু সাবধান হয়ে  যান।ভদ্রভাবে কথা বলা অভ্যাস করুন।নইলে……… ”