CPIM: সেলিমের কটাক্ষ, আবাস যোজনায় মোদী-দিদির মেকি লড়াইয়ে বঞ্চিত রাজ্যবাসী

আবাস যোজনা, একশ দিনের কাজের বকেয়া টাকা চা়ইতে তৃ়ণমূল কংগ্রেস দিল্লিতে ধর্না সমাবেশ করছে। টাকা বরাদ্দ নিয়ে বিজেপির দাবি, হিসেবে দিলেই টাকা আসবে। আর সিপিআইএমের…

আবাস যোজনা, একশ দিনের কাজের বকেয়া টাকা চা়ইতে তৃ়ণমূল কংগ্রেস দিল্লিতে ধর্না সমাবেশ করছে। টাকা বরাদ্দ নিয়ে বিজেপির দাবি, হিসেবে দিলেই টাকা আসবে। আর সিপিআইএমের দাবি, দুই দলই নাটক করছে। CPIM রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের কটাত্র, মোদী দিদির মেকি লড়াই আর ব্যাপক দুর্নীতির জন্য আবাস যোজনার বাড়ি থেকে বঞ্চিত বাংলার বহু মানুষ।

সেলিম বলেছেন, টানা বৃষ্টিতে বাঁকুড়ার বাঁকাদহে হিমঘর শ্রমিক ও খেতমজুর ভক্ত সর্দারের ভাঙাবাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত তিন শিশুর। আবাস যোজনা প্রকল্পের তালিকায় নাম থাকা সত্ত্বেও বাড়ি পাননি ভক্ত সর্দার। এর আগে তিনি অভিযোগ করেছেন, ভুয়ো জব কার্ড হোল্ডারদের নিয়ে দিল্লিতে সমাবেশ করবে তৃণমূল। সেলিমের এই দাবিতে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়ায়। তবে দিল্লি যাওয়ার আগে এমন অভিযোগের জবাব দেননি অভিষেক। তিনি বকেয়া টাকা দেওয়ার দাবি তুলেছেন।

পুরুলিয়া ও বাঁকুড়ায় দেওয়াল চাপা পড়ে শিশু ও বৃদ্ধার মৃত্যুর ঘটনায় উঠে আসছে আবাস যোজনা নিয়ে গুচ্ছ গুচ্ছ অভিযোগ। ক্ষতিগ্রস্থ পরিবারগুলির অভিযোগ “কাঁচা ঘর ছিল। তাই ভেঙে পড়েছে। আমরা তো আবাস যোজনার জন্য অ্যাপ্লাই করেছিলাম। আশ্বাস দিয়েছিল ঘর দেবে। এখনও পাইনি। যদি পাকা বাড়ি থাকত দেওয়াল কী পড়ত?” শনিবার বাঁকুড়ায় ৩ শিশুর মৃত্যু হয়। সেই ঘটনার পর ফের এক বৃদ্ধার মৃত্যু খবর প্রকাশ্যে আসে। এরপর রবিবার সকালে পুরুলিয়া থেকে আরও এক শিশুর মৃত্যু খবর প্রকাশ্যে এসেছে।

রবিবার তিন শিশুর পরিবারের সঙ্গে বাঁকুড়ার বোড়ামারা গ্রামে গিয়ে দেখা করেন শান্তনু সেন ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তৃণমূল নেতৃত্বের সঙ্গে রওনা দিয়েছেন মৃত শিশুদের বাবারা প্রশান্ত সর্দার, জয়দেব সর্দার ও চণ্ডি সর্দার। সাংসদ শান্তনু সেন বলেন, “১১ লক্ষ লোকের বাড়ির জন্য পোর্টালে আপলোড করা হয়েছিল। শুধুমাত্র প্রতিহিংসার কারণে এই মানুষগুলোর প্রথম কিস্তি ৮ হাজার ২০০ কোটি টাকা কেন্দ্র আটকে রেখেছে। আমরা মৃতদের পরিবারের পাশে রয়েছি।” বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বলেন, “শান্তনু সেন ও সায়ন্তিকা বর্গীদের মতো এসে মৃতের পরিবারকে তুলে নিয়ে গেল। মৃতের পরিবাররা প্রথমে যেতে চায়নি। ওখানে ১৫ বছর ধরে তৃণমূল ক্ষমতা ধরে রেখেছে পঞ্চায়েতের। কেন বাড়ি হয়নি? বলেও তিনি প্রশ্ন তুলেছেন।