মুখ্যমন্ত্রী প্রলাপ বকছেন, পাল্টা তোপ বিকাশের

বুধবার নবান্নের সভাঘরে রাজ্যের একাধিক বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে ফের সিপি(আই)এমের রাজ্য সম্পাদক তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের (Bikash Ranjan Bhattacharjee) বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা…

মুখ্যমন্ত্রী প্রলাপ বকছেন, পাল্টা তোপ বিকাশের

বুধবার নবান্নের সভাঘরে রাজ্যের একাধিক বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে ফের সিপি(আই)এমের রাজ্য সম্পাদক তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের (Bikash Ranjan Bhattacharjee) বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাল্টা সুর চড়ালেন বাম নেতা৷ তিনি বলেন, মুখ্যমন্ত্রী প্রলাপ বকছেন৷

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, জেনেশুনে কোনও অন্যায় করিনি। মৃতদেহও দেখতে যাই না আমি। ভয় পাই। প্রমাণ ছাড়াই কেন অমর্যাদাকর কথা বলছেন? বিকাশবাবুদের বলছি, আপনাদের আমলে জন্মের শংসাপত্র কীভাবে দেওয়া হয়েছিল? আমার পরিবারকে নোটিস পাঠালে আইনতই লড়ব। কিন্তু পরিকল্পিত ভাবে তৃণমূলকে কলঙ্কিত করা হচ্ছে।

তাঁর সংযোজন, ববি তো এখন মেয়র হয়েছে। জল জমলে দাঁড়িয়ে থাকে হাঁটু জলে। উনি যখন মেয়র ছিলেন চারদিন পাঁচদিন, উনি কলকাতায়ই থাকতেন না। আজকে বড় বড় কথা৷

Advertisements

এরপরেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরাসরি তোপ দাগলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, মুখ্যমন্ত্রী প্রলাপ বকতে অভ্যস্ত। প্রলাপ বকছেন। নিজেদের অপকর্মের ঢাল হিসেবে ব্যবহার করতে চাইছেন। বিগত দিনে কী হয়েছে, কী না হয়েছে, তার কোনও তথ্য নেই৷ কিন্তু সেটাকে ঢাল হিসেবে ব্যবহার করতে চাইছেন। ছোটবেলায় যেমন দুষ্টুমি করলে বলা হয়, আমি করিনি, ও করেছে।

একইসঙ্গে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলেন, ওনাকে বলুন আগে আমি কী দুর্নীতি করেছি, তার একটা রিপোর্ট জমা দিন। তার পর আমি হলফনামা দেব কি না ভেবে দেখব। কোনও প্রমাণ ছাড়া বাজে বকে বেড়াচ্ছেন৷ আমাকে তার জবাব দিতে হবে নাকি?