আদালতের বড় সিদ্ধান্তে বিহার নির্বাচনের আগে চাপে লালু

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর: IRCTC (Bihar Elections) স্ক্যাম মামলায় আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব এবং তার পরিবারের জন্য নতুন ঝামেলা তৈরী হতে চলেছে । দিল্লির রাউজ…

Bihar Elections

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর: IRCTC (Bihar Elections) স্ক্যাম মামলায় আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব এবং তার পরিবারের জন্য নতুন ঝামেলা তৈরী হতে চলেছে । দিল্লির রাউজ এভিনিউ কোর্ট ১৩ অক্টোবর তারা সকল অভিযুক্তকে আদালতে হাজিরা দিতে নির্দেশ দিয়েছে। এই হাজিরাতেই অভিযোগ ফ্রেমিং এবং আদেশের ব্যাপারে শুনানি হবে।

বিশেষজ্ঞ বিচারক ভিশাল গোগনের এই সিদ্ধান্তে লালু, তার স্ত্রী রাবড়ি দেবী, ছেলে তেজস্বী যাদব এবং অন্যান্য অভিযুক্তদের শারীরিকভাবে আদালতে উপস্থিত হতে হবে। এই মামলা লালুর রেলমন্ত্রী থাকাকালীন (২০০৪-২০০৯) দুটি আইআরসিটিসি হোটেলের রক্ষণাবেক্ষণ চুক্তির অসংগতির সঙ্গে জড়িত।

   

সেন্ট্রাল বিউরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) এই মামলায় অভিযোগ করেছে যে, লালু প্রসাদ যাদব তার ঘনিষ্ঠ সহযোগী এবং আরজেডি রাজ্যসভা সাংসদ প্রেম চাঁদ গুপ্তার স্ত্রী সরলা গুপ্তার মালিকানাধীন সুজাতা চেইন অব হোটেলসকে দুটি আইআরসিটিসি হোটেল—বিএনআর রাঁচি এবং বিএনআর পুরী—এর রক্ষণাবেক্ষণ চুক্তি অস্বাভাবিকভাবে দিয়েছিলেন।

এর বিনিময়ে লালু পরিবারকে বেনামি কোম্পানির মাধ্যমে তিন একর প্রাইম ল্যান্ড দেওয়া হয়। সিবিআইয়ের চার্জশিটে দুর্নীতি, অপরাধমূলক ষড়যন্ত্র এবং প্রতারণার অভিযোগ রয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)ও মানি লন্ডারিংয়ের তদন্ত চালাচ্ছে। কোর্টের সাম্প্রতিক আদেশে স্পষ্ট করা হয়েছে যে, সকল অভিযুক্তকে শারীরিকভাবে উপস্থিত হতে হবে, যাতে অভিযোগ ফ্রেম করার ব্যাপারে কোনও অসুবিধা না হয়। এর আগে ২৯ মে অর্ডার রিজার্ভ করা হয়েছিল এবং মার্চ মাসে সিবিআই তার যুক্তি শেষ করেছিল।

লালু প্রসাদ যাদব তার পক্ষ থেকে অভিযোগের বৈধতা চ্যালেঞ্জ করেছেন এবং বলেছেন যে, সিবিআইয়ের স্যাঙ্কশন অবৈধ। তার আইনজীবী মণিন্দর সিংহ জানিয়েছেন, “লালু যাদবের বিরুদ্ধে কোনও প্রমাণ নেই, তাকে ডিসচার্জ করা উচিত।” তবে, কোর্ট সিবিআইয়ের যুক্তি গ্রহণ করে শুনানির তারিখ ঠিক করেছে।

Advertisements

আসন্ন নির্বাচনের আগে এই মামলা লালু পরিবারের রাজনৈতিক জীবনে বড় ধাক্কা। লালু ইতিমধ্যে পশুখাদ্য কেলেঙ্কারিতে জেল খেটেছেন এবং স্বাস্থ্যের কারণে জেল থেকে বাইরে আছেন। রাবড়ি দেবী, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী, এবং তেজস্বী যাদবকে এই মামলায় জড়ানো হয়েছে।

জুবিন গর্গকে শ্রদ্ধা জানিয়ে রাসমেলায় বড় চমক পুরসভার

আরজেডি নেতারা এটিকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করছেন। তেজস্বী যাদব বলেছেন, “এটি বিজেপির ষড়যন্ত্র, আমরা আইনের দ্বারা লড়াই করব।” বিজেপি নেতারা বলছেন, এই মামলা দুর্নীতির বিরুদ্ধে সরকারের অঙ্গীকারের প্রমাণ।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News