লোকসভা ভোটের আগে কংগ্রেসের সেরা জয়ের ইঙ্গিত, দক্ষিণে ‘অক্সিজেন ঘাটতি’ বিজেপির

লোকসভা নির্বাচনের (Lok Sabha Polls) আগে দক্ষিণ ভারত থেকে অক্সিজেন পাওয়া কঠিন হয়ে দাঁড়াল বিজেপির। দলটির অভ্যন্তরীণ রিপোর্টে তামিলনাডু, কেরলে চূড়ান্ত পরাজয়ের ইঙ্গিত দেওয়া হয়েছে। ঠিক

Congress celebrates impressive victory in South India ahead of Lok Sabha polls

লোকসভা নির্বাচনের (Lok Sabha Polls) আগে দক্ষিণ ভারত থেকে অক্সিজেন পাওয়া কঠিন হয়ে দাঁড়াল বিজেপির। দলটির অভ্যন্তরীণ রিপোর্টে তামিলনাডু, কেরলে চূড়ান্ত পরাজয়ের ইঙ্গিত দেওয়া হয়েছে। ঠিক তেমনই ভাবে কর্নাটক পদ্ম শিবিরের হাতে থাকছে না তারও ইঙ্গিত মিলছে একাধিক প্রাক ভোট সমীক্ষায়। তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশে একক শক্তিতে জয় হবেনা বলেই দলীয় রিপোর্ট পেশ হয়েছে শীর্ষ নেতাদের কাছে।

এদিকে আসন্ন কর্নাটক বিধানসভা ভোটের প্রাক সমীক্ষা রিপোর্ট বলছে, কর্নাটকের গত তিন দশকে সেরা ফল করতে পারে জাতীয় কংগ্রেস। বিজেপি এ রাজ্যে ক্ষমতাচ্যুত হতে চলেছে।

দক্ষিণ ভারতের এই রাজ্যে সমীক্ষায় এডিনা ডট কমের হিসেব১৩২ থেকে ১৪০টি আসন পেতে পারে কংগ্রেস। বিজেপিকে এগিয়ে রাখা আরও কয়েকটি সমীক্ষা রিপোর্টের বিশ্লেষণ গেরুয়া শিবির সংখ্যাগরিষ্ঠতা পাবেনা। কর্নাটকে দুর্নীতিতে ডুবে আছে শাসক বিজেপি এমন অভিমত উঠে এসেছে সমীক্ষায়। রাজ্যবাসী পরিবর্তনের পক্ষে বলেই জানাচ্ছে সমীক্ষাগুলি।

এবং বিপুল সংখ্যা গরিষ্ঠতা পাবে ভোটে বিজেপির হাল যে খুব ভালো হবে না তা জোর গলায় জানতে পারেনি আরো ছটি সমীক্ষা এদের মধ্যে দুইটি কংগ্রেসকে অনেকটা এগিয়ে রেখেছে

এডিনার সমীক্ষায় ২২৪ আসনের বিধানসভায় কংগ্রেসের ১৩২ থেকে ১৪০টি আসনে জয়ী হবার সম্ভাবনা। শাসক বিজেপির ঝুলিতে ৫৭ থেকে ৬৫টি আসন পড়তে পারে।জনতা দল সেকুলার পেতে পারে ১২ থেকে ২৫ টি আসন। কংগ্রেসের পক্ষে পাঁচ শতাংশ ভোট ঘুরে যেতে পারে এবার। এরই পরিপ্রেক্ষিতে বিজেপি হারাতে ৩ শতাংশ ভোট। আর জেডিএস হারাতে পারে ২ শতাংশ ভোট।

টিভি নাইন ও সি ভোটারের সমীক্ষা কংগ্রেসকে ১০৬ থেকে ১১৬ টি আসন দিয়েছে। বিজেপি পেতে পারে ৭৯ থেকে ৮৯ টি আসন। জনতা দল সেকুলার ২৪ থেকে ৩৪ টি আসন।

পাবলিক টিভি মুড অফ কর্ণাটকে কংগ্রেসকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থেকে কম দেখিয়ে বলছে তারা ৯৮ থেকে ১০৮ টি আসন পাবে।
বিজেপি ৯৬ থেকে ১০৬ টি আসন, কংগ্রেস ৮৪ থেকে ৯৪টি আসন পেতে পারে এমনই দাবি ভিস্তারা নিউজ সমীক্ষার। ত্রিশঙ্কু ফলাফল হলে জনতার দল সেকুলার হবে কিং মেকার।