একাধিক কেন্দ্রে কংগ্রেস নেতার স্ত্রীয়ের নাম! নোটিশ পাঠাল কমিশন

নয়াদিল্লি: একই ব্যক্তির একাধিক কেন্দ্রের ভোটার তালিকায় নাম থাকা নিয়ে বর্তমানে উত্তাল দেশের রাজনীতি। ভুয়ো ভোটার, অনুপ্রবেশকারীর পাশাপাশি একাধিক কেন্দ্রের ভোটার তালিকায় একই ব্যক্তির নাম…

একাধিক কেন্দ্রে কংগ্রেস নেতার স্ত্রীয়ের নাম! নোটিশ পাঠাল কমিশন

নয়াদিল্লি: একই ব্যক্তির একাধিক কেন্দ্রের ভোটার তালিকায় নাম থাকা নিয়ে বর্তমানে উত্তাল দেশের রাজনীতি। ভুয়ো ভোটার, অনুপ্রবেশকারীর পাশাপাশি একাধিক কেন্দ্রের ভোটার তালিকায় একই ব্যক্তির নাম থাকা নিয়ে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের দাবিতে সোচ্চার বিজেপি (BJP)। এই নিরিখে ভোটমুখী বিহারে ইতিমধ্যেই তালিকা থেকে বাদ গিয়েছে প্রায় ৬৫ লক্ষ মানুষের নাম। এবার একাধিক কেন্দ্রে নাম থাকায় ফের বিতর্কে জড়াল কংগ্রেস।

খোদ কংগ্রেস নেতার স্ত্রীয়ের নাম দুটি কেন্দ্রের তালিকায়। এই নিয়ে কংগ্রেস (Congress) নেতা পবন খেরার স্ত্রী কে নীলিমার নামে নোটিশ পাঠাল নির্বাচন কমিশন (EC)। নির্বাচনী আইনভঙ্গের অভিযোগে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে জবাব চেয়ে কংগ্রেস নেতার বাড়িতে চিঠি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। দিল্লির নির্বাচন রেজিস্ট্রেশন অফিসারের তরফ থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, “দুই জায়গার নির্বাচনী তালিকায় আপনার নাম পাওয়া গিয়েছে। আপনি নিশ্চয়ই জানেন, একের বেশি কেন্দ্রে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করা একটি দণ্ডনীয় অপরাধ!”

   

উল্লেখ্য, ২ দিন আগেই কংগ্রেস মুখপাত্র পবন খেরার বিরুদ্ধে দুটি কেন্দ্রের ভোটার তালিকায় নাম থাকার অভিযোগ ওঠে। এই নিয়ে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালবীয়া এক্স-কে কটাক্ষ করেন, “যারা ভোটচুরির অভিযোগে গলা ফাতাচ্ছে, তাঁরাই আসলে ভোটচুরি করছেন।” সেইসঙ্গে খেরার দুটি ভোটার কার্ডের ছবিও সমাজমাধ্যমে পোস্ট করেন বিজেপি নেতা। কমিশনের তরফে খেরার নামে চিঠি পাঠানো হয়।

Advertisements

অভিযোগের প্রেক্ষিতে কংগ্রেস নেতা দাবী করেন, ২০১৬ সালে নয়াদিল্লি নির্বাচনী এলাকা থেকে তিনি স্থানান্তরিত হয়েছিলেন। আগের কেন্দ্রের তালিকা থেকে তাঁর নাম মুছে ফেলার প্রক্রিয়া অবলম্বণ করলেও কমিশন সেই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়নি। তবে পবন খেরার (Pawan Khera) নাম দিল্লিরই জঙ্গপুরা এবং নতুন দিল্লি নির্বাচনী কেন্দ্রে থাকলেও তাঁর স্ত্রীয়ের নাম তেলেঙ্গানার একটি নির্বাচনী কেন্দ্রের তালিকায় রয়েছে বলে জানা গিয়েছে।