নয়াদিল্লি: বিদেশী লগ্নিকারি সংস্থাগুলোর জন্য দরজা খুলে দিয়ে ভারতের শিল্প, উৎপাদন ক্ষমতাকে ধ্বংস করেছে কংগ্রেস! কংগ্রেসের “ভুল” অর্থনৈতিক নীতিকে বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। শনিবার গুজরাটের ভাবনগরের জনসিভায় কংগ্রেসের লাইসেন্স কোটা এবং খোলা বাজারের নিন্দা করে আত্মনির্ভর ভারত গড়ার ডাক দিলেন তিনি।
তিনি বলেন, “ভারতের প্রতিভার কমতি নেই। কিন্তু স্বাধীনতার পর থেকে কংগ্রেস দেশের প্রতিভাকে নষ্ট করেছে”। এই কারণেই স্বাধীনতার ৭ দশক পরেও বিশ্বদরবারে ভারত সেই স্থানে পৌঁছোতে পারেনি যেখানে আমাদের পৌঁছানর কথা ছিল। মোদী বলেন, “স্বাধীনতার পর থেকে কংগ্রেস দীর্ঘদিন ধরে লাইসেন্স কোটা রাজ জারি রেখেছিল। তারপর বিশ্বায়নের সময় আমদানির পথ বেছে নেয়। যার ফলে লক্ষাধিক টাকার তছরুপী হয়েছে, ভারতের প্রতিভা নষ্ট হয়েছে, দেশের যুব সমাজের ব্যপক ক্ষতি হয়েছে, দেশের আসল ক্ষমতা প্রকাশ পায়নি”।
এরপর আত্মনির্ভর ভারতের (Atmanirbhar Bharat) ডাক দিয়ে মোদী বলেন, “বর্তমানে কোনও দেশই ভারতের শত্রু নয়। বরং, অন্য দেশের উপর ভারতের নির্ভরতাই আমাদের আসল শত্রু। আর আমরা একত্রিত হয়ে এই শত্রুকে পরাস্ত করব”। উল্লেখ্য, এদিন ভাবনগরে ভাবনগরে সামুদ্রিক, জ্বালানি, স্বাস্থ্য, পরিবহণ এবং নগর খাতের একাধিক অবকাঠামো প্রকল্পের উদ্বোধন করেন নরেন্দ্র মোদী। মোট ৩৪,২০০ কোটি টাকারও বেশি মূল্যের প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।