নয়াদিল্লি: বহু দিন ধরে বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম (Oil Prices) ব্যারেলে ৮০ ডলারের নীচে। অথচ তার কোনও সুবিধা এদেশের মানুষকে পেতে দেখা যাচ্ছে না ৷ ফলে তেলের দাম কেন কমছে না তা নিয়ে বারবার প্রশ্ন উঠছে ৷ পেট্রল-ডিজ়েল প্রায় দু’বছর ধরে একই জায়গায় রয়েছে৷ এদিকে আবার রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি এপ্রিল-ডিসেম্বরে বিপুল নিট লাভের খতিয়ান প্রকাশ করেছে ৷ ফলে দাবি উঠেছে, এবার অন্তত জ্বালানির দাম কমিয়ে দেশের মানুষকে কিছুটা সুরাহা দেওয়ার হোক। এই ইস্যুতে বুধবার মোদী সরকারকে বিঁধেছে বিরোধী কংগ্রেস।
তবে এই প্রসঙ্গে তেল শিল্প সংস্থার যুক্তি, পেট্রলে সংস্থাগুলির লাভের হার কমেছে। ডিজ়েলে লিটারে ৩ টাকা ক্ষতি হচ্ছে। বিশ্ব বাজারেও তেলের দরে অস্থিরতা বয়েছে। ক্ষোভ প্রকাশ করে সংশ্লিষ্ট মহলের মতে, গোটা বিষয়টি ঘিরে ধোঁয়াশা রয়েছে। দাম কমাতে আর কোন ‘সুবিধাজনক’ পরিস্থিতির অপেক্ষা করা হচ্ছে সেটাও যদিও স্পষ্ট নয়।
এই পরিস্থিতিতে কংগ্রেস নেতা জয়রাম রমেশের কটাক্ষ, প্রধানমন্ত্রী সংসদে মূল্যবৃদ্ধি ও নানা বিষয়ে উপদেশ দিচ্ছেন। কিন্তু কেন্দ্রের কীর্তি দেখুন— দু’বছরে বিশ্ব বাজারে অশোধিত তেল ৩৮% কমেছে। অথচ মানুষকে লুঠ করে চলেছে। এটা তো জনগণের প্রতি অবিচার। এই প্রসঙ্গে তাঁর দাবি, কেন্দ্র মানুষের টাকা লুঠ করছে ও ‘বন্ধু’ পুঁজিপতিদের পকেট ভারী করছে বলে রাহুল গান্ধীর বার্তা ফের সেটাই সত্যি প্রমাণ হল।
এদিকে বিভিন্নমহলের ধারণা যেহেতু সামনেই নির্বাচন সেহেতু ভোটের মুখে দেশে তেলের দাম কমতে পারে বলে৷ ইতিমধ্যে এ নিয়ে জল্পনা শুরু হয়েছে। এমনকি মন্ত্রী হরদীপ সিংহ পুরীও সেই আশা উড়িয়ে দেননি। তবে পাশাপাশি টানা কয়েক মাস বিশ্ব বাজারে তেলের দামে স্থিতিশীলতার শর্ত জুড়ে দেন।