পুরনো ‘তিক্ততা’ ভুলে বিধানসভায় শপথগ্রহণ অনুষ্ঠানে মুখোমুখি মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল

আজ বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বাংলায় হোম ট্যুরিজম মডেল নিয়ে আলোচনা করেন৷ গত ১৩ নভেম্বর রাজ্যের ছয়টি বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন হয়। মেদিনীপুর, মাদারিহাট,…

CM and Governor Face Off at Legislative Assembly Oath Ceremony

আজ বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বাংলায় হোম ট্যুরিজম মডেল নিয়ে আলোচনা করেন৷ গত ১৩ নভেম্বর রাজ্যের ছয়টি বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন হয়। মেদিনীপুর, মাদারিহাট, সিতাই, তালডাংড়া, নৈহাটি ও হাড়োয়া। ছয়টি আসনেই জয়ী হয়েছে শাসকদলের প্রার্থীরা। তাঁরা আজ বিধানসভায় শপথগ্রহণ করতে চলেছেন৷ বিধানসভায় শপথ বাক্য (C V Ananda Bose and Mamata Banerjee)  পাঠ করাবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Ananda Bose)৷

রাজ্যের নব নির্বাচিত ছয় বিধায়ক আজ শপথ নেবেন বিধানসভায়। তাঁদের শপথ বাক্য পাঠ করাতে সেখানে উপস্থিত থাকতে পারেন রাজ্যপাল (C V Ananda Bose)। পুরোনো তিক্ততা কাটিয়ে আজ বিধানসভায় মুখোমুখি রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী (C V Ananda Bose and Mamata Banerjee)। তবে সম্প্রতি লোকসভা নির্বাচনের সঙ্গে হয়েছিল বরাহনগর ও ভগবানগোলা বিধানসভার উপনির্বাচন।

   

এই দুই কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূলের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন। বিধানসভায় এসে এই বিধায়ককে শপথ পাঠ করাননি রাজ্যপাল। শেষমেশ বোসের অনুমতিতে বিধানসভায় তাঁদের শপথবাক্য পাঠ করান ডেপুটি স্পিকার। তার পরে গত অগস্ট মাসে মানিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ কেন্দ্রের উপনির্বাচনে জয়ী বিধায়কদের বিধানসভায় শপথগ্রহণ হয়। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাঁদের শপথবাক্য পাঠ করান। অন্য দিকে, তার আগে অবশ্য ধূপগুড়ির উপনির্বাচনে জয়ী তৃণমূল বিধায়ক রাজভবনে গিয়ে শপথ নিয়েছিলেন।