গোরু পাচার তদন্তে অনুব্রতর কন্যাকে নোটিশ পাঠাল CBI

গোরু পাচার (Cow Smuggling) মামলায় এবার বীরভূম (Birbhum) জেলা তৃণমূল কংগ্রেস (TMC) সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) কন্যা সুকন্যা মণ্ডলের কোম্পানিতে নোটিশ পাঠাল সিবিআই। এএনএম…

গোরু পাচার তদন্তে অনুব্রতর কন্যাকে নোটিশ পাঠাল CBI

গোরু পাচার (Cow Smuggling) মামলায় এবার বীরভূম (Birbhum) জেলা তৃণমূল কংগ্রেস (TMC) সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) কন্যা সুকন্যা মণ্ডলের কোম্পানিতে নোটিশ পাঠাল সিবিআই। এএনএম অ্যাগ্রোকেম নামে কোম্পানির ডিরেক্টর সুকন্যা মণ্ডল ও বিদ্যুৎ বরণ গায়েনকে সমস্ত তথ্য সোমবারের মধ্যে জমা করতে বলেছে CBI

অভিযোগ, ভয় দেখিয়ে বাজারদর থেকে অনেক কম দামে দিয়ে বিভিন্ন সম্পত্তি নিজেদের নামে করেছিলেন অনুব্রত মণ্ডল। সিবিআই মনে করছে, গোরু পাচারের বিপুল টাকা বিভিন্ন পথ ধরেই সাদা করা হত। সেই টাকা পৌঁছে যেত প্রভাবশালীদের কাছে। 

   

 কীভাবে অনুব্রত কন্যা সুকন্যা একজন শিক্ষিকা হয়ে বিরাট সম্পত্তির মালিক হয় তা জানতে মরিয়া সিবিআই। গোরু পাচার মামলায় নজর পড়েছে অনুব্রত মণ্ডলের আত্মীয়দের সম্পত্তির ওপরে। অনুব্রতর আত্মীয়ের নামে থাকা বোলপুরের শিবশম্ভু রাইস মিলেরও মালিকানা সংক্রান্ত সমস্ত নথি ও ব্যাঙ্ক স্টেটমেন্ট চাওয়া হয়েছে। একাধিক জমির মালিকানা সংক্রান্ত তথ্য চেয়ে নোটিশ পাঠানো হয়েছে। বোলপুরের রেজিস্ট্রি অফিসের এক কর্মীকে তলব সিবিআইয়ের।

Advertisements