Paschim Medinipur: নেতাই গণহত্যা মামলায় রথীন দণ্ডপাতের জামিন, ‘ভুয়ো মামলা’ বলছে বাম সমর্থকরা

নেতাই গণহত্যা মামলায় এবার রথীন দন্ডপাতের জামিনের পর পশ্চিম মেদিনীপুরের সর্বত্র বাম সমর্থকরা বলছেন ‘পুরো ফলস কেস’। তাদের দাবি ভুয়ো মামলায় ফাঁসানো হয়েছিল। সূত্রের খবর…

Infamous Netai incident

নেতাই গণহত্যা মামলায় এবার রথীন দন্ডপাতের জামিনের পর পশ্চিম মেদিনীপুরের সর্বত্র বাম সমর্থকরা বলছেন ‘পুরো ফলস কেস’। তাদের দাবি ভুয়ো মামলায় ফাঁসানো হয়েছিল। সূত্রের খবর নেতাই গণহত্যা মামলায় জামিন পাওয়া CPIM নেতা রথীন দণ্ডপাতকে বরণ করতে তৈরি দলীয় নেতৃত্ব। এই মামলায় আগেই জামিন পান ফুল্লরা মণ্ডল ডালিম পাণ্ডে, অনুজ পাণ্ডে ও তপন দে।

২০১১ সালের ৭ জানুয়ারি লালগড়ের নেতাই গ্রামে গুলিতে মৃত্যু হয় ৯ জন গ্রামবাসীর। অভিযোগ, তৎকালীন স্থানীয় সিপিআইএম নেতা রথীন দণ্ডপাটের বাড়ি থেকেই গুলি চালানো হয়েছিল। প্রথমে নেতাই মামলার তদন্ত করছিল সিআইডি। পরে কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয়। এই হত্যাকাণ্ডে মোট ২০ জন সিপিআইএম নেতা কর্মী গ্রেফতার হন।  

Advertisements

কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে জামিন পেলেন রথীন দণ্ডপাত। তিনি ২০১৪ সালে CBI-এর হাতে গ্রেফতার হন। রথীন দণ্ডপাট। সম্প্রতি আদালতে জামিনের আবেদন করেন রথীন দণ্ডপাত। জামিনের আবেদন মঞ্জুর করল আদালত।