বিদায়বেলায় ট্রাম্পকে নিশানা বাইডেনের

আমেরিকা ‘বিপদজ্জনক গোষ্টী শাষনের’ কবলের মধ্যে পড়তে চলেছে । বুধবার বিদায়বেলায় ওভাল অফিস থেকে জাতির উদ্দেশে এমনটাই শঙ্কা করলেন আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন । হোয়াইট…

Joe biden upset for democract Donald Trump victory

আমেরিকা ‘বিপদজ্জনক গোষ্টী শাষনের’ কবলের মধ্যে পড়তে চলেছে । বুধবার বিদায়বেলায় ওভাল অফিস থেকে জাতির উদ্দেশে এমনটাই শঙ্কা করলেন আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন । হোয়াইট হাউসে তাঁর উত্তরসূরি ডোনাল্ড ট্রাম্পের নাম সরাসরি না নিলেও বাইডানের নিশানা যে ট্রাম্পকেই ছিল তা স্পষ্ট ।

আগামি ২০ শে জানুয়ারি, ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে আমেরিকার ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন । এর আগে ট্রাম্পের প্রথম শাষনকালে ২০১৬ – ২০২০ বেশ কিছু বিতর্কিত পদক্ষেপ গ্রহন করেছিলেন । সেদিকেই নিশানা করে বাইডেন বলেছেন, ‘‘আমেরিকার নাগরিকদের ভুল এবং মিথ্যা তথ্য দেওয়া শুরু হয়েছে। এর ফলে ক্ষমতার অপব্যবহারের সুযোগ তৈরি হবে। খর্ব হবে সংবাদমাধ্যমের স্বাধীনতা।’’

   

এছাড়া বিদায়ী প্রেসিডেন্ট বাইডেন আমেরিকাবাসীকে সতর্ক করে বলেন আমেরিকায় এক ধরনের অলিগার্কি গঠন হচ্ছে” এবং “একটি বিপজ্জনক ক্ষমতার কেন্দ্রীভূত হতে চলেছে ।
বক্তৃতায় ডেমোক্র্যাট প্রেসিডেন্ট তার প্রশাসনের সময়ে কোভিড-১৯ মহামারীর কারণে আমেরিকার অর্থনীতির গভীর সঙ্কট থেকে উত্তরণ এবং বিদেশে দেশের মিত্রতা শক্তিশালী করার জন্য তাঁর গুরুত্তপূর্ণ অর্জনগুলো তুলে ধরেছেন ।

তিনি উল্লেখ করেছেন, সোশ্যাল মিডিয়া এখন সত্য যাচাইয়ের কাজ থেকে বিরত। “সত্য মিথ্যার দ্বারা আচ্ছন্ন হচ্ছে—যা ক্ষমতা এবং লাভের জন্য বলা হচ্ছে। আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মগুলোকে দায়ী করতে হবে যাতে আমরা আমাদের শিশু, পরিবার এবং আমাদের গণতন্ত্রকে অপব্যবহারকারী শক্তি থেকে রক্ষা করতে পারি,”
আরেকটি বিশ্বব্যাপী চ্যালেঞ্জের কথা উল্লেখ করে বাইডেন বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা “আমাদের সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তি” যা বিশাল সুবিধা আনতে পারে, তবে এটি “আমাদের অর্থনীতি, নিরাপত্তা এবং সমাজের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।”

গত বছরের অগস্ট মাসে শিকাগোয় ডেমোক্র্যাটদের জাতীয় কনভেনশনে বাইডেন নিজেই দলের প্রার্থী হিসাবে কমলা হ্যারিসের নাম মনোনীত করেছিলেন। সবশেষে সেই সিদ্ধান্ত নিয়ে আক্ষেপের করতে শোনা গিয়েছে তাঁর গলায় । আগামি ২০ শে জানুয়ারি বাইডেনের মেয়াদ শেষ হবে ।