সুকান্তর জায়গায় বিজেপির রাজ্য সভাপতি হচ্ছেন দিলীপ? মুখ খুললেন খোদ দিলীপ

কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন (Dilip Ghosh) বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। ফলে রাজ্য সভাপতি পদে পরিবর্তন আসবে। কে হবেন পরবর্তী সভাপতি? আপাতত তা…

RSS Tried to Stop BJP Leader Dilip Ghosh from Getting Married, Say Sources

কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন (Dilip Ghosh) বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। ফলে রাজ্য সভাপতি পদে পরিবর্তন আসবে। কে হবেন পরবর্তী সভাপতি? আপাতত তা নিয়ে চলছে জল্পনা। এরই মধ্যে দিলীপ ঘোষের (Dilip Ghosh) ‘রাজ্য সফর’ শুরু হওয়ায় তাঁর নামও ভেসে উঠেছে সভাপতি পদের জন্য। যদিও এ নিয়ে ‘স্পিকটি নট’ মেদিনীপুরের প্রাক্তন সাংসদ।

আপাতত দলের নেতা-কর্মীদের পাশে থাকাই তাঁর মূল উদ্দেশ্যে। সেই জন্য প্রতিদিন নিয়ম করে তিনি ছুটে যাচ্ছেন রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্তে। সোমবার মালদহ থেকে রায়গঞ্জে বিধানসভা নির্বাচনের প্রচার কর্মসূচিতে যোগ দেওয়ার পথে গাজোলে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে দেখা করেন দিলীপ। সেখানেই রাজ্য সভাপতি নিয়ে মুখ খোলেন তিনি।

   

সাংবাদিকরা দিলীপ ঘোষকে প্রশ্ন করেন, কর্মীরা তাঁকে কি আবার রাজ্য সভাপতি হিসেবে চাইছেন? এই প্রশ্নের উত্তরে দিলীপ সাফ জানিয়ে দেন, ‘সেটি আমার হাতেও নেই, কর্মীদের হাতেও নেই।’ এদিকে বঙ্গ বিজেপির সংগঠনে দিলীপের প্রত্যাবর্তন নিয়ে জল্পনা চললেও এ নিয়ে মুখ খোলেননি রাজ্যের প্রভাবশালী বিজেপি নেতারা।

ভারতের সহযোগিতায় তিস্তা প্রকল্প হবে, মমতাকে ইঙ্গিতে হাসিনার কূটনৈতিক বার্তা

শোনা যাচ্ছে, রাজ্য সভাপতি না করলেও দিলীপকে বড় কোনও সাংগঠনিক পদ দেওয়া হতে পারে। একই সঙ্গে গেরুয়া শিবিরের এই নেতাকে কেন্দ্রীয় নেতৃত্ব ‘চুপ’ থাকার পরামর্শ দিয়েছেন বলে খবর। তবে সংগঠনের কাজে ফের দিলীপের সক্রিয়তা দেখে অনেকেই বলছেন, শীঘ্রই বড় ধামাকা হতে পারে।

২০১৯-এর লোকসভা ভোটের সময় দিলীপ ঘোষ ছিলেন বিজেপির রাজ্য সভাপতি ছিলেন। সেবার বাংলায় কার্যত গেরুয়া ঝড় ওঠে। ২০১৪ সালে যেখানে রাজ্য থেকে বিজেপি ২টি আসনে জিতেছিল, সেখানে ২০১৯ সালে তৃণমূলের একাধিক দুর্গ ছারখার করে ১৮টি আসনে জয়ী হন পদ্ম-প্রার্থীরা।

চটের বস্তায় চেপে ঘুরে বেড়াতে চাইছেন অর্জুন

যদিও একুশের বিধানসভা ভোটে বিজেপির খারাপ ফলের জন্য দিলীপকে রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে আনা হয় সুকান্ত মজুমদারকে। এবার সুকান্তর নেতৃত্ব বাংলায় বিজেপির ফল খারাপ হয়েছে। শুধু তাই নয়, সুকান্তকে কেন্দ্রীয় মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। ফলে বিজেপির রাজ্য সভাপতি পদে বদল আসন্ন। কে হবেন সভাপতি? সেই দিকেই নজর সকলের।

Advertisements