সোশ্যাল মিডিয়াতে মমতার ডিভিসি আক্রমণে কটাক্ষ বিজেপির

কলকাতা, ৩ অক্টোবর: দুর্গাপূজার উল্লাসের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বন্যার ছায়া (Bengal Politics)। দামোদর ভ্যালি কর্পোরেশন (DVC) মাইথন, পাঞ্চেতসহ তার বাঁধগুলো থেকে আজ ১,৫০,০০০-এর বেশি কিউসেক…

Bengal Politics

কলকাতা, ৩ অক্টোবর: দুর্গাপূজার উল্লাসের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বন্যার ছায়া (Bengal Politics)। দামোদর ভ্যালি কর্পোরেশন (DVC) মাইথন, পাঞ্চেতসহ তার বাঁধগুলো থেকে আজ ১,৫০,০০০-এর বেশি কিউসেক জল একতরফাভাবে ছেড়ে দিয়েছে। এই ‘অনিয়ন্ত্রিত’ জল ছাড়াকে ‘সম্পূর্ণ ইচ্ছাকৃত’ বলে অভিহিত করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

Advertisements

তাঁর এই পোস্টটি এক্স হ্যান্ডেলে ভাইরাল হয়ে উঠেছে এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নতুন রাজনৈতিক বিতর্কের সূত্রপাত করেছে। মমতা বলেছেন, এটি ‘উদ্দেশ্যমূলক ষড়যন্ত্র’ যাতে পূজার মাঝে লক্ষ লক্ষ মানুষের উপর বিপর্যয় চাপিয়ে দেওয়া হয়েছে। মমতার টুইটে বলা হয়েছে, “ডিভিসির একতরফা ও ইচ্ছাকৃত জল ছাড়ার সর্বশেষ আপডেট হলো, তারা আজ সন্ধ্যা নাগাদ মাইথন ও পাঞ্চেত বাঁধসহ অন্যান্য থেকে ১,৫০,০০০-এর বেশি কিউসেক জল ছেড়েছে, যাতে আমাদের পশ্চিমবঙ্গকে উৎসবের সময় বন্যায় ডুবিয়ে দেওয়া যায়।

   

এর আগেও ঠিক দূর্গা পুজোর আগে মাত্র ৪ ঘন্টার বর্ষায় কলকাতা দেখেছিল নতুন জলছবি। কলকাতার উত্তর থেকে দক্ষিণ জল থৈ থৈ কলকাতার চেহারা দেখেও মুখ্যমন্ত্রী দোষ দিয়েছিলেন ডিভিসি কে। বলেছিলেন উত্তরপ্রদেশ বিহারের বন্যার জল ঢুকে কলকাতার এই দুরবস্থা হয়েছে। বিজেপি এই ইস্যুতে সরব হয়ে মন্তব্য করেছে যে মুখ্যমন্ত্রী সবসময় অন্যের ঘাড়ে দোষ চাপান।

কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মানুষ মারা গেলেও তিনিঁ দোষ চাপান সঞ্জীব গোয়েঙ্কার ঘাড়ে। প্রতিক্রিয়া জানাতে গিয়ে তারা আরও বলেছে যে ডিভিসি তার উদবৃত্ত জল ছাড়বেই। তা নাহলে বিপদ ঘটতে পারে। কিন্তু মুখ্যমন্ত্রী তার শহরের জন্য কি বিকল্প ব্যবস্থা করেছেন। শহরের নালা এবং খালগুলো দিনের পর দিন সংস্কার হয়না। এমনকি মুখ্যমন্ত্রীর বাড়ির পিছন দিয়ে বয়ে যাওয়া টালি নালা দীর্ঘদিন ধরে সংস্কার হয়নি। এগুলো দিয়েও জল বের করে দেওয়া যেতে পারে বলেও অভিযোগ করেছেন তারা।

পশ্চিমবঙ্গে অ্যাসিড হামলার ঘটনা বৃদ্ধি পাচ্ছে, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ NCRB-র

মুখ্যমন্ত্রীর এই পোস্টের প্রতিক্রিয়াতে সাধারণ মানুষ তাদের ক্ষোভ উগরে দিয়েছেন। তারা বলেছেন কলকাতায় জল জমাটা নতুন নয়। অতিরিক্ত বৃষ্টিতে অনেকরাজ্যেই জল জমেছে বন্যা হয়েছে। কিন্তু তাই বলে তারা অন্যের উপরে দোষ চাপিয়ে বসে থাকেনি। বিকল্প ব্যবস্থা খুঁজে পরিস্থিতির মোকাবিলা করেছে। কিন্তু রাজ্য সরকার কলকাতায় বাবা রাজ্যের যে কোনো জায়গায় বন্যা পরিস্থিতি হলে ডিভিসিকে দোষারোপ করেন যা একেবারে অনুচিত।