সিপিএমের ‘দয়ায়’ বাংলায় ১২ আসন জিতেছে তৃণমূল, বিস্ফোরক শুভেন্দু

লোকসভা ভোটে (Suvendu Adhikari) তৃণমূলকে অনেক সিট জিততে সাহায্য করেছে সিপিএম, চাঞ্চল্যকর দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর…

লোকসভা ভোটে (Suvendu Adhikari) তৃণমূলকে অনেক সিট জিততে সাহায্য করেছে সিপিএম, চাঞ্চল্যকর দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর দাবি, সিপিএম ভোট কেটে এবারের লোকসভা নির্বাচনে তৃণমূলকে ১২টি আসন জিততে সাহায্য করেছে। একুশের বিধানসভা ভোটের সিপিএমের জন্য তৃণমূল ৫৬টি আসন জিতেছিল।

শুভেন্দুর এই মন্তব্যের প্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি জানিয়েছেন, বাংলায় সিপিএমের ঘোষিত নীতিই হল রাজ্যে তৃণমূলের অপশাসন ও ভারতবর্ষে বিজেপির অনাচারের বিরুদ্ধে লড়াই করা। তাঁদের রাজনৈতিক অবস্থান একদম পরিষ্কার। এ নিয়ে বিতর্কের কোনও জায়গা নেই।

   

এই মন্তব্যের প্রেক্ষিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুকে পাল্টা আক্রমণ করেছেন তৃণমূলের সোশাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য। তাঁর কথায়, বিজেপি নিজেদের ভোট ধরে রাখতে পারেনি। ২০১৯-এর তুলনায় বিজেপির ভোট প্রায় দেড় শতাংশ কমেছে। ভোটে হেরে অদ্ভুত যুক্তি দিচ্ছে ওরা।

বারবার সিংহ গর্জনে চমকাচ্ছে সিপিআইএম, নিম্নস্তরে বামফ্রন্ট অবলুপ্তির দাবি

একই সঙ্গে দেবাংশু বলেছেন, শুভেন্দু অধিকারীর মন্তব্য অনুযায়ী তো তাহলে বিহারের আসাদউদ্দিন ওয়েইসির মিম ভোট কেটে ওদের জিততে সাহায্য করেছে। আসলে জনগণের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিজেপি। ভোটের হারার পর নিজেদের ব্যর্থতা ঢাকতে এসব বলে বেড়াচ্ছে। বিজেপি নিজের ভোট ধরে রাখতে পারেনি।

দেশজুড়ে এবার সাত দফায় লোকসভা নির্বাচন হয়েছে। ৪ জুন ভোটের ফল প্রকাশিত হয়েছে। বাংলার ৪২টি আসনের মধ্যে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের ঝুলিতে গিয়েছে ২৯টি আসন। বিজেপি ১২টি আসন দখল করেছে। কংগ্রেস মাত্র একটি আসনে জয় পেয়েছে। উনিশের লোকসভা নির্বাচনের মতো এবারও বাংলায় খাতা খুলতে পারেনি বামেরা।

নারী নির্যাতন অভিযোগ: শীর্ষে যোগীর রাজ্য উত্তর প্রদেশ, অপেক্ষাকৃত নিরাপদ মমতার বাংলা