ভোটের আগেই কালীগঞ্জে হার স্বীকার করল বিজেপি

উপনির্বাচনে ফের পরাজয় নিশ্চিত ইঙ্গিত দিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। আসন্ন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে (Kaliganj bypoll) বিজেপির লক্ষ্য ভোট কাছাকাটির ফল ঘরে তোলা। নদিয়ার…

BJP State President Sukanta Majumdar Files Case in Calcutta High Court Against Police Misconduct"

উপনির্বাচনে ফের পরাজয় নিশ্চিত ইঙ্গিত দিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। আসন্ন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে (Kaliganj bypoll) বিজেপির লক্ষ্য ভোট কাছাকাটির ফল ঘরে তোলা।

নদিয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী আশিস ঘোষ। তিনি চারবার গ্রাম পঞ্চায়েত সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। দলীয় প্রার্থী ঘোষণার পর সুকান্ত মজুমদারের গলায় পরাজয় বার্তা শুনে হতাশ বিজেপি। তিনি বলেছেন নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র সংখ্যালঘু মুসলিম অধ্যুষিত। স্বাভাবিকভাবেই বিজেপির ভোট কম। তবে বামপন্থী ও কংগ্রেস দল যদি আলাদা প্রার্থী দেয় তবে বিজেপি জিতবে।

   

গত একুশের বিধানসভা নির্বাচনের পর যত উপনির্বাচন হয়েছে সবকটিতেই বিরোধী দল বিজেপি পরাজিত হয়েছে। এ নিয়ে দলেরই প্রাক্তন রাজ্যসভাপতি তথাগত রায় ক্রমাগত নিজ দলের রাজ্য নেতাদের খোঁচা দিয়ে চলেছেন। অপর প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষও বারবার দলীয় নেতাদের কটাক্ষ করে বলেন, তিনি যখন রাজ্য সভাপতি ছিলেন তখনই সর্বাধিক ভালো ফল করে প্রধান বিরোধী হয়েছিল বিজেপি। দিলীপ ঘোষ সম্প্রতি দলীয় কর্মসূচিতে তেমন ডাক পান না।

কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মূল লড়াই হতে চলেছে শাসকদল তৃণমূল কংগ্রেস বনাম কংগ্রেসের। জোট স্বার্থে কংগ্রেসকে সমর্থন করেছে বাম শিবির। এর আগে মুর্শিদাবাদের সাগরদিঘি কেন্দ্র উপনির্বাচনে বাম-কংগ্রেস জোটের কাছে হেরেছিল তৃণমূল। তবে সাগরদিঘিতে জয়ী জোট প্রার্থী বাইরন বিশ্বাস পরে তৃণমূল যোগ দেন।

Advertisements

কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন নাসিরউদ্দিন আহমেদ। তিনি প্রয়াত হন। আসনটি শূন্য হয়। উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রয়াত নাসিরুদ্দিনের কন্যা আলিফা আহমেদ। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বাম কংগ্রেস জোটের কাবিলউদ্দিন শেখ।

এ রাজ্যে বিগত বাম জমানায় কালীগঞ্জ কেন্দ্রে বামফ্রন্ট শরিক আরএসপি ও তৎকালীন বিরোধী দল কংগ্রেসের মধ্যে লড়াই হতো। দুটি দলই একাধিকবার কালীগঞ্জে জয়ী হয়েছে। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস জিতেছিল। ২০২১ সালের নির্বাচনে কালীগঞ্জে মূল লড়াই হয়েছিল তৃ়নমূল ও বিজেপির মধ্যে।

আগামী ১৯ তারিখ এই আসনটিতে উপনির্বাচন হবে। নির্বাচনের জন্য ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়ানোও হতে পারে।