কলকাতা ২৪ সেপ্টেম্বর: বাঙালির প্রাণের উৎসবে ঢাকের কাঠি ইতিমধ্যেই পড়ে গিয়েছে (Durga Puja)। সারা বছরের অপেক্ষার শেষে দূর্গা পুজোর চারদিন প্রাণ খোলা আনন্দে ভাসতে তৈরী বাংলার মানুষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় পিতৃপক্ষের শেষ দিন থেকেই ব্যস্ত কলকাতার পুজো উদ্বোধনে। শুধু কলকাতা নয় ভার্চুয়ালি উদ্বোধন করছেন জেলার পুজোগুলিও। এবারে বাংলায় প্রায় ৩০০ পুজো উদ্বোধনের দায়িত্ব মুখ্যমন্ত্রীর উপরে।
বুধবার চক্রবেড়িয়া সার্বজনীন দুর্গোৎসবের উদ্বোধনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে গিয়ে স্থানীয় মহিলা কর্মকর্ত্রীদের সাথে গুজরাত রাজ্যের সাংস্কৃতিক চিহ্ন হিসেবে পরিচিত ডান্ডিয়া নাচে অংশ নিতে দেখা গেল তাকে। সোশ্যাল মিডিয়াতে এই ভিডিও ভাইরাল হতেই প্রতিক্রিয়া জানাতে থাকেন নেটিজেনরা। অনেকেই হালকা চলে মন্তব্য করেছেন রাজনীতির ময়দানে কত রকমের নাটক করতে হয়।
রাজনৈতিক ময়দানে মমতার প্রতিপক্ষ গুজরাত তবুও দুর্গাপুজোর উদ্বোধনে সেই গুজরাতি নাচে অংশগ্রহণ করে মমতা বাংলার সঙ্গে অন্য রাজ্যকেও সম্মান দেখিয়েছেন এমনও মন্তব্য করেছেন অনেকেই। আবার অনেকেই বিরূপ মন্তব্য করে বলেছেন গতকাল কলকাতায় মর্মান্তিক মৃত্যু হয়েছে ১১ জনের। তারপরেও কি করে মুখ্যমন্ত্রী আজ পুজো উদ্বোধনে এসে ডান্ডিয়া খেলছেন।
অনেকেই মন্তব্য করেছেন আজ পুজো উদ্বোধনে না এসে নিহতদের পরিবারের পাশে দাঁড়ালে ভালো করতেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক মহলেও এই ভাইরাল হওয়া ভিডিও নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। কেউ কেউ বলেছেন প্রধানমন্ত্রী বাংলায় এসে বাংলায় বক্তৃতা দেন। জয় শ্রী রামের জায়গায় জয় মা দূর্গা বলেন। সেখানে দাঁড়িয়ে মমতা ডান্ডিয়া খেলতেই পারেন। আদতে তৃণমূল বিজেপি ভাই ভাই।
Pahelgam Attack: পহেলগাম হামলায় জঙ্গিদের সাহায্যকারী গ্রেফতার!
তারা সামনে দাঁড়িয়ে একে অন্যের সমালোচনা করলেও পিছনে দিল্লির সাথে মমতার গোপন আঁতাত আছে। তবে গতকালকের কলকাতার পুজো উদ্বোধন বাতিল করলেও আজ ঠাসা কর্মসূচি পালন করেছেন মমতা। ৭৫ পল্লী, ৬২ পল্লী থেকে শুরু করে ভবানীপুর, চক্রবেড়িয়া সহ আরও বেশ কিছু পুজোর উদ্বোধনে সারাদিনই ব্যস্ত কর্মসূচিতে মুখ্যমন্ত্রী। তার মধ্যেই চক্রবেড়িয়াতে ডান্ডিয়া নাচে অংশ নিয়ে মানুষের সঙ্গে মিশে গেলেন পুজোর আনন্দে।

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
