সম্প্রতি বান্দ্রায় সইফ আলি খানের বাড়ির ভিতরে অভিনেতাকে হামলার ঘটনা সারা ফেলেছে দেশে । এই ঘটনায় হামলাকারী বাংলাদেশি সন্দেহভাজন বলে ধারণা করা হচ্ছে। এদিকে, এই হামলা এবং মুম্বইয়ের মধ্যে বাংলাদেশি নাগরিকদের অবস্থান নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিজেপির প্রতি তীব্র আক্রমণ করেছেন শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত।
সইফ আলি খানের ওপর হামলায় অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশি সন্দেহভাজন কিনা, এমন প্রশ্নের উত্তরে শিবসেনার নেতা সঞ্জয় রাউত বলেছেন, “বিজেপি নেতারা দাবি করছেন যে সইফ আলি খানের ওপর হামলা একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র। তবে, আমি জানতে চাই, এটি কী ধরনের ষড়যন্ত্র? এটা তো একটা সাধারণ হামলা, যেখানে এক অভিনেতার ওপর ছুরি দিয়ে হামলা করা হয়েছে। হামলাকারী কে, কী, তা স্পষ্ট করতে বলুন। যদি অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশি হয়, তাহলে এর দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। যদি রোহিঙ্গা বা বাংলাদেশি নাগরিকরা দেশে প্রবেশ করে থাকে, তার দায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তিনি ইস্তফা দিন, অথবা ওনার ইস্তফা চাওয়া হোক।”
এছাড়াও, সঞ্জয় রাউত আরও বলেন, “যদি বাংলাদেশিদের মুম্বাই থেকে বিতাড়িত করতে চান, তাহলে প্রধানমন্ত্রীর কাছে প্রতিনিধি দল নিয়ে যান। আমি মুম্বাইয়ের বিজেপি নেতাদের আহ্বান জানাই, মোদী সাহেব এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করুন এবং বলুন, ‘সব বাংলাদেশিকে বিতাড়িত করুন’, আর শুরু করুন শেখ হাসিনাকে দিয়ে, যাকে এ দেশে আশ্রয় দেওয়া হয়েছে।”