‘চিনতে পারছেন?’ বাবুল সুপ্রিয়র টুইট ধরে রাজীব সিনহাকে ঘিরে বিতর্ক ‘পঞ্চায়েতে খেলা হবে’

রাজ্য নির্বাচন কমিশনার পদে রাজীব সিনহা দায়িত্ব নেওয়ার পরেই বহু প্রতীক্ষিত পঞ্চায়েত ভোটের ঢাক বাজল। আগামী ৮ জুলাই ভোট। এর পর পরই সোশ্যাল মিডিয়ায় রাজ্যের…

রাজ্য নির্বাচন কমিশনার পদে রাজীব সিনহা দায়িত্ব নেওয়ার পরেই বহু প্রতীক্ষিত পঞ্চায়েত ভোটের ঢাক বাজল। আগামী ৮ জুলাই ভোট। এর পর পরই সোশ্যাল মিডিয়ায় রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়র করা একটি পুরনো টুইট বিতর্কের জন্ম দিয়েছে। ২০২০ সালে এই টুইট বাবুল যখন এই টুইট করেছিলেন তখন তিনি বিজেপিতে এবং কেন্দ্রীয় মন্ত্রী। পরে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন।

বাবুল সুপ্রিয়র সেই টুইট ঘিরে এখন তীব্র বিতর্ক-‘পঞ্চায়েত ভোটে খেলা হবে’। নেটিজেনরা ছবিটি ফের সামনে এনেছেন। বিজেপি ছেড়ে তৃণমুলী হওয়া বাবুল সুপ্রিয়র টুইট ধরে সোশ্যাল মিডিয়ায় অভিযোগ, ততকালীন রাজ্যের মুখ্য আমলা ও বর্তমান রাজ্য নির্বাচন আধিকারিক রাজীব সিনহার সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পারিবারিক ঘনিষ্ঠতা।

নেটিজেনদের আরও অভিযোগ একটি বিশেষ পানাহার আড্ডায় রাজীব সিনহাকে দেখা গেছিল কার্তিক বন্দ্যোপাধ্যায়ের সাথে। তিনি মুখ্যমন্ত্রীর ভাই। সেই ছবি তখন টুইট করেছিলেন বাবুল সুপ্রিয়। (এই ছবি Kolkata 24×7 সংগ্রহ করেছে বাবুল সুপ্রিয়র টুইট থেকে। ছবির দায় কলকাতা ২৪x৭ এর নয়।)

পঞ্চায়েত ভোট ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ছবিটি নিয়ে বিতর্ক। যদিও এই বিতর্কে নীরব বাবুল সুপ্রিয়। এদিকে বিতর্ক চড়ছে।