BSF কোয়ার্টারের কাছে হামলা, গুরুতর আহত TMC বিধায়কের চালক

সম্প্রতি মালদহের তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার খুন হয়েছিলেন। সেই ঘটনার পরেই মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র অভিযোগ করেছিলেন, তাঁর দলেরই কেউ তাঁকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।…

attack-near-bsf-quarters-tmc-mla-driver-critically-injured

সম্প্রতি মালদহের তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার খুন হয়েছিলেন। সেই ঘটনার পরেই মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র অভিযোগ করেছিলেন, তাঁর দলেরই কেউ তাঁকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আর এবার আক্রান্ত হলেন বিধায়ক সাবিত্রী মিত্রের গাড়ির চালক অনুপ সাহা। শনিবার ভোররাতে পুরাতন মালদার নারায়ণপুর বিএসএফ ক্যাম্প সংলগ্ন ব্লক গেটের সামনে আক্রমণের ঘটনাটি ঘটে। ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারা হয় অনুপবাবুকে। এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশ দুই অভিযুক্ত ভোলা ঘোষ এবং পবন ঘোষকে গ্রেফতার করেছে।

আহত অনুপ সাহা জানিয়েছেন, তিনি সপরিবারে একটি বিয়ে বাড়ি থেকে ফিরছিলেন। হঠাৎ তিন-চারজনকে মুখ ঢাকা অবস্থায় ঘোরাফেরা করতে দেখেন। সন্দেহ হওয়ায় তিনি জিজ্ঞাসা করতে যান, তখনই পিছন থেকে তাঁর উপর ছুরি দিয়ে হামলা চালানো হয়। অনুপবাবুর কথায়, “আমার কারও সঙ্গে কোনো শত্রুতা নেই। কেন এই ঘটনা ঘটল, আমি জানি না।”

   

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিধায়ক সাবিত্রী মিত্র বলেন, “কাল অনুপ ডিউটিতে আসেনি। পুলিশ তদন্ত করে দেখুক। ওর স্ত্রীর সঙ্গে কথা হয়েছে, অনুপ কিছু জানায়নি।” রাজনৈতিক মহলের মতে, সম্প্রতি মানিকচকে ফেরার পথে সাবিত্রী মিত্রের গাড়িতে একাধিকবার ধাক্কা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই চালকের উপর এই হামলা যথেষ্ট উদ্বেগজনক।

পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তে ব্যক্তিগত শত্রুতার তত্ত্ব উঠে আসছে। তবে রাজনৈতিক কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ তদন্তে নেমেছে এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছে।