BJP-TMC: নতুন বছরে বিজেপিতে বিরাট ভাঙনের ইঙ্গিত, তৃণমূলে গৃহপ্রবেশ অনুষ্ঠান আয়োজন

গৃহপ্রবেশ অনুষ্ঠান শুরু হচ্ছে তৃণমূলে। মুকুল রায়ের বিখ্যাত উক্তি ভারতীয় জনতা পার্টি (BJP) মানেই তৃ়ণমূল কংগ্রেস এই সূত্র ধরেই নতুন বছরে তাবড় তাবড় নেতা ঢুকছেন…

গৃহপ্রবেশ অনুষ্ঠান শুরু হচ্ছে তৃণমূলে। মুকুল রায়ের বিখ্যাত উক্তি ভারতীয় জনতা পার্টি (BJP) মানেই তৃ়ণমূল কংগ্রেস এই সূত্র ধরেই নতুন বছরে তাবড় তাবড় নেতা ঢুকছেন শাসকদলে। সূত্রের খবর, নতুন বছরের শুরুতেই বিরাট চমক দিতে তৈরি তৃণমূল।

আগামী পঞ্চায়েত নির্বাচনে দলের রণনীতি কী হবে সেটা স্থির করতে তসাংসদ ও বিধায়কদের নিয়ে ২ জানুয়ারি নজরুল মঞ্চে বৈঠক করবেন তৃ়ণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত থাকবেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে ওই বৈঠক থেকে দলের দরজা খুলতে পারেন তিনি।

ডিসেম্বরের ১২, ১৪ এবং ২১ তারিখে ধমাকা হবে বলে বিপাকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিছুই হয়নি। শুভেন্দুর উদ্দেশ্যে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। বলেছেন,ধামাকা কি না জানিনা, তবে সেকেন্ড জানুয়ারি একটা দিন আছে। দরজা খোলার ব্যাপারে অনেক আবেদন আছে। সাংসদ, বিধায়ক ও সাংগঠনিক নেতাদের আবেদন আছে। তবে দরজা খোলা পুরোদস্তুর অভিষেকের ব্যাপার।

অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই বলেছেন, ৫ সেকেন্ডের জন্য ছোট্ট করে একটু দরজা খুলতে চাই। এই মন্তব্যের প্রেক্ষিতে খুবই গুরুত্বপূর্ণ দিন আগামী ২ জানুয়ারি। এদিন তৃণমূলে যোগদান করতে চলেছেন বিজেপির প্রথম সারির নেতারা বলে গুঞ্জন শুরু।