মমতাকে প্রধানমন্ত্রী দেখতে চেয়ে অমর্ত্যর বার্তায় ঢোঁক গিলছে সিপিআইএম

কোনও সাড়া শব্দ নেই বাম শিবিরের। কে কী বলবেন বুঝে উঠতে পারছেন না। অমর্ত্য সেন (Amartya Sen) যেভাবে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)…

কোনও সাড়া শব্দ নেই বাম শিবিরের। কে কী বলবেন বুঝে উঠতে পারছেন না। অমর্ত্য সেন (Amartya Sen) যেভাবে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) দেশের প্রধানমন্ত্রী পদের যোগ্য বলে বার্তা দিয়েছেন তাতে হতাশ (CPIM) সিপিআইএম। উচ্ছসিত তৃ়ণমূল শিবির। কারণ নোবেল জয়ী অর্থনীতিবিদের বার্তায় মমতার সুখ্যাতি এসেছে। বামমনস্ক বলে পরিচিত অমর্ত্য সেনকে নিয়ে দোটানায় বঙ্গ বামেরা।

  • নোবেল জয়ী অমর্ত্য সেন ভারতরত্ন খেতাবে ভূষিত 
  • মুজফ্ফর আহমদ স্মৃতি সম্মাননা পেয়েছেন 
  • প্রত্যাখ্যান করেছেন তৃণমূল কংগ্রেস সরকারের দেওয়া বঙ্গবিভূষণ সম্মাননা 

সিপিআইএমের মধ্যে কানাকানি চলছে কী এমন হলো যে অমর্ত্য সেন পঞ্চায়েত ভোটের আগে মমতার প্রতি আবেগ দেখিয়ে দিলেন। বিষয়টি নিয়ে সরাসরি কোনও সিপিআইএম নেতা মুখ খুলছেন না। জানা যাচ্ছে, অমর্ত্য সেনের মন্তব্য নিয়ে তেমন কিছু রাজনৈতিক প্রতিক্রিয়া না দিতে দলীয় নেতাদের কাছে বার্তা চলে গিয়েছে সিপিআরএমের রাজ্য দফতর মুজফ্ফর আহমদ ভবন থেকে। ফলে সেলিম-সুজন-বিকাশরঞ্জন-মীনাক্ষীরা চুপ। তবে তাঁরা ঢোঁক গিলছেন।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

তৃণমূল কংগ্রেস সরকারের একাধিক সমালোচনা করেছেন অমর্ত্য সেন। তবে বিভিন্ন সময়ে নবতিপর অর্থনীতিবিদকে শুভেচ্ছা জানান শুমুখ্যমন্ত্রী মমতা।  প্রথিতযশা বাঙালি হিসেবে নোবেল জয়ী অমর্ত্য সেনকে রাজ্য সরকার  ‘বঙ্গবিভূষণ’ সম্মান দিতে চেয়েছিল। এর পরেই সিপিআইএমের তরফে প্রবীণ অর্থনীতিবিদকে বার্তা পাঠিয়ে সেই সম্মাননা গ্রহণ না করার অনুরোধ জানানো হয়। তীব্র রাজনৈতিক বিতর্কের মাঝে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বঙ্গবিভূষণ প্রত্যাখান করেন।

বিতর্ক আরও উস্কে ওঠে, বঙ্গবিভূষণ সম্মাননা প্রত্যাখ্যান করলেও অমর্ত্য সেন যখন সিপিআইএমের তরফে দেওয়া মুজজফ্ফর আহমদ স্মৃতি পুরস্কার নিতে চাওয়ায়। তাঁর লিখিত ‘হোম ইন দ্য ওয়ার্ল্ড: এ মেমোয়ার’ বইটি পুরস্কারের জন্য মনোনীত হয়। তবে দেশে না থাকায় তাঁর হয়ে প্রতীচী ট্রাস্টের পরিচালক মানবী মজুমদার সেই সম্মান গ্রহণ করেন। সেই অনুষ্ঠানে অমর্ত্য সেনের বার্তা পাঠ করা হয়। তাঁর লিখিত বার্তায় উঠে এসেছিল ভারতে কমিউনিস্ট পার্টির অন্যতম নেতা ও সিপিআইএমের প্রতিষ্ঠাতাদের একজন মুজফ্ফর আহমদকে নিয়ে অসীম শ্রদ্ধা। অমর্ত্য সেন জানিয়েছিলেন, তাঁর এক দাদা জ্যোর্তিময় সেনের সঙ্গে ব্রিটিশ আমলে কাকাবাবুর (মুজফ্ফর আহমদ) জেলে আলাপ হয়েছিল।  পরবর্তী কালে সেই দাদা জেল থেকে বেরিয়ে বামপন্থী ভাবধারার আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন। নোবেল জয়ী বর্ষীয়ান অর্থনীতিবিদ তুলে ধরেন তাঁর পরিবার ও মুজফ্ফর আহমদের সম্পর্ক নিয়ে নতুন ঐতিহাসিক দিক।