‘চোরেদের শাস্তি নেই’! প্রাক্তন শিক্ষামন্ত্রীকে কটাক্ষ অধীরের

  কলকাতা ২৬ সেপ্টেম্বর: পুজোর আগে শাসক দলে স্বস্তি (Bengal Politics)। স্বস্তি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়েরও। কারণ প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তাকে জামিন দেওয়া হয়েছে।…

Bengal Politics

 

কলকাতা ২৬ সেপ্টেম্বর: পুজোর আগে শাসক দলে স্বস্তি (Bengal Politics)। স্বস্তি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়েরও। কারণ প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তাকে জামিন দেওয়া হয়েছে। তবে এই মুহূর্তে জেলমুক্ত হচ্ছে না পার্থ চট্টোপাধ্যায়ের। পার্থর জামিন নিয়ে এবার মুখ খুললেন কংগ্রেস নেতা, বহরমপুরের বেতাজ বাদশা অধীর চৌধুরী। সাংবাদিক সম্মেলনে অধীর বলেন এই রাজ্যে চোরেদের শাস্তি হয়না।

   

কিন্তু যাদের চুরি হল তাদের কঠিন শাস্তির মুখে পড়তে হয়েছে। ২০১৬ তে স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতি প্রথম সামনে আসে। গ্রেফতার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তার বান্ধবী অর্পিতা মুখার্জী। অর্পিতা মুখার্জির খাটের তলা থেকে উদ্ধত হয় টাকার পাহাড়। তারপর ছোট থেকে বড় অনেকেরই নাম জড়িয়েছে নিয়োগ দুর্নীতিতে। একে একে কালীঘাটের কাকু থেকে নাম জড়িয়েছে অভিষেক বন্দোপাধ্যায়েরও।

নিয়োগ দুর্নীতি মামলায় চাকরিহারা হয়েছিলেন ২৬০০০ শিক্ষক এবং গ্ৰুপ সি এবং ডি কর্মচারী। কলকাতা হাইকোর্টে নিয়োগ দুর্নীতির মামলা করেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এই মামলায় প্রাক্তন বিচাপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যোগ্য অযোগ্যের তালিকা চাইলে তা দিতে অপারগ হয় এসএসসি।ফলশ্রুতিতে ২০১৬ প্যানেলের সমস্ত শিক্ষাকর্মী এবং শিক্ষককে চাকরিহারা হতে হয়।

Advertisements

মামলা শীর্ষ আদালতে পৌঁছলেও কার্যত কোনও সুবিধা হয়নি চাকরিপ্রার্থীদের। অনেক টালবাহানার পর অযোগ্য তালিকা বেরলেও। যোগ্য শিক্ষকদের ও আবার এসএসসি র এলিজিবিটি টেস্ট এ বসতে হয়। আজ সংবাদ সম্মেলনে অধীরের বক্তব্যের প্রশংসা করে রাজনৈতিক মহল বলেছে, অধীর একদম ঠিক কথা বলেছেন। যার কারণে এত শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি গেল তার কোনো শাস্তি হলনা।

পুজোয় দক্ষিণ-পূর্ব রেলের ঘোষণা, চলবে ১৯ স্পেশ্যাল ট্রেন

আর যারা চাকরি হারাল তাদেরকে অনশন করতে হল। পুলিশের লাঠি পর্যন্ত খেতে হল। অধীর তার মন্তব্যে আরও বলেছেন শাসক দল সব কিছু জেনেও মুখ বন্ধ করেছিল। তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে একাধিকবার বলেছেন দল, প্রাক্তন শিক্ষামন্ত্রীর কার্যকলাপ জানলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। রাজনৈতিক মহলে এ নিয়ে তো গুঞ্জন ছিলই এবার পার্থর জেলমুক্তির খবরে আবারও সরব কংগ্রেস এবং বিজেপি। তবে পার্থর জেলমুক্তিতে তৃণমূল নেতৃত্ব এবং খোদ মমতা বন্দোপাধ্যায় কি প্রতিক্রিয়া দেন সেটাই দেখার।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News