Panchayat Election: পঞ্চায়েত ভোটে কংগ্রেস-বাম জোট নিয়ে বিস্ফোরক অধীর

CM Race Heats Up in Karnataka as Congress Weighs Two Heavyweights
CM Race Heats Up in Karnataka as Congress Weighs Two Heavyweights

আসছে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election) । প্রচারে সব রাজনৈতিক দলগ। বিধানসভায় বিরোধী দল বিজেপি হলেও মূলত আলোচনা বাম ও কংগ্রেস জোট নিয়েই। বিধানসভা নির্বাচনের মতো পঞ্চায়েত ভোটেও কি জোট? প্রদেশ কংগ্রেস (Congress) সভাপতি অধীর চৌধুরীর (Adhir Chowdhury) দাবি জোটের প্রশ্নই নেই জোটের।

Panchayat Election: পঞ্চায়েত ভোটে কংগ্রেস-বাম জোট নিয়ে বিস্ফোরক অধীর

   

শনিবার মালদহে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানান,আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বামফ্রন্ট ও কংগ্রেস জোট একেবারেই নয়।

বিধানসভা ভোটে বামফ্রন্ট, কংগ্রেস ও ইন্ডিয়ান সেলুলার ফ্রন্টের মিলিত সংযুক্ত মোর্চা একেবারে মুখ থুবড়ে পড়ে। মোর্চার তরফে একটি আসনে জয়ী হয় আইএসএফ।

বিধানসভা ভোটের পর সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেন ভোট শেষ জোটও শেষ। তার পর থেকে সবকটি উপনির্বাচন, পুরভোটে বামফ্রন্ট আলাদা লড়াই করেছে। তাৎপর্যপূর্ণ, জোট ভাঙার পরই বাম শিবির ও কংগ্রেসের ভোট বেড়েছে। পুরনিগম ও পৌর ভোটে রাজ্যে দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিপিআইএম। আর বিধানসভায় বিরোধী দল বিজেপির ভোট নেমেছে তিন নম্বরে। বাম দখলে একটি পুকসভা (তাহেরপুর)। বিজেপির একটিও নেই। আর একটি পুরসভা (ঝালদা) কংগ্রেস দখলে যাওয়ার প্রবল সম্ভাবনা।

জোট করে বিধানসভায় শূন্য হয়ে যাওয়া দুই শিবির নতুন করে লড়াইয়ের পরিকল্পনা নিয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি সেই পথে হাঁটলেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন