প্রধানমন্ত্রীকে “গালিগালাজের অভিযোগ” ঘিরে তুলকালাম! কি বললেন রাহুল?

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) অশ্রাব্য ভাষায় “গালিগালাজ করেছেন” রাহুল গান্ধী, এই অভিযোগে শুক্রবার সকাল থেকে ধুন্ধুমার পাটনা থেকে কলকাতায়। পাটনায় কংগ্রেস এবং বিজেপি…

Punjab Floods: Death Toll Rises to 39, BJP Slams Rahul Gandhi Over ‘Hydrogen Bomb’ Remark

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) অশ্রাব্য ভাষায় “গালিগালাজ করেছেন” রাহুল গান্ধী, এই অভিযোগে শুক্রবার সকাল থেকে ধুন্ধুমার পাটনা থেকে কলকাতায়। পাটনায় কংগ্রেস এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে বাধে তুলকালাম অশান্তি, মারপিট। অন্যদিকে, এদিন সকালে কলকাতার কংগ্রেস অফিসের দরজা ভেঙে ঢুকে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। হাঁটে দলীয় পতাকা নিয়ে বিজেপির (BJP) কিছু কর্মী-সমর্থক অফিসে ঢুকে রাহুল গান্ধী (Rahul Gandhi), মলিকার্জুন খারগের ছবিতে কালি লাগিয়ে দেয়। ঘটনায় ক্ষোভে ফুঁসছে কংগ্রেস।

এবার অভিযোগের বিরুদ্ধে মুখ খুললেন লোকসভার বিরোধী দলনেতা রাহু গান্ধী। নিজের এক্স (X) হ্যান্ডেলে সংক্ষেপে প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি। রাহুল লেখেন, “সত্য এবং অহিংসার সামনে অসত্য এবং অহিংসা টিকতে পারবে না”। পরের লাইনে লেখেন, “মারো, যত মারতে, ভাঙতে চাও, চেষ্টা কর। আমরা সত্য এবং সংবিধানের রক্ষা করবই। সত্যমেব জয়তে”।

   

উল্লেখ্য, বিহারের দ্বারভাঙ্গা জেলায় ভোটার অধিকার যাত্রার (Voter Adhikar Yatra) একটি জনসভা থেকে প্রধানমন্ত্রীর মা-কে নিয়ে কংগ্রেস কর্মী-সমর্থকদের অশ্রাব্য গালিগাজালের একটি ভিডিও ভাইরাল হয়। ঘটনার দায় এড়িয়ে নিন্দা করেন স্থানীয় কংগ্রেস নেতা নওশাদ, রাশিদ আলভী। ওই সময় দলের রাহুল গান্ধী সহ কংগ্রেস, আরজেডির কোনও নেতামন্ত্রী মঞ্চে উপস্থিত ছিলেন না বলে গতকালই সাফ জানিয়ে দেয় কংগ্রেস।

Advertisements

শুক্রবার কলকাতার বিধান ভবনে হামলার বিরুদ্ধে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী অভিযোগ করেন, “এটি একটি পরিকল্পিত হামলা। বিজেপি রাজনৈতিকভাবে পরাজিত হয়ে এই ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপে নেমেছে। রাকেশ সিং এই হামলার নেতৃত্ব দিয়েছেন বলে আমাদের কাছে তথ্য রয়েছে।” পাশাপাশি, কংগ্রেস সভাপতি ঘটনার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে এক্স-এ লেখেন, “বিজেপি (BJP) কর্মীরা পরিকল্পিতভাবে মুম্বই এবং কলকাতায় আমাদের দলীয় কার্যালয়ে ভাংচুর চালিয়েছে। এটি আমাদের দলের প্রতি সরাসরি আক্রমণ।” দল এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে বলেও জানান তিনি।