Abhishek banerjee: জেলা সংগঠন নিয়ে কড়া বার্তা দিতে আজ উত্তরবঙ্গে অভিষেক

২০২৬ সালের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই মাঠে নামছে (Abhishek banerjee) তৃণমূল কংগ্রেস। সেই প্রস্তুতিরই অংশ হিসেবে শুরু হয়েছে জেলা ভিত্তিক সাংগঠনিক(Abhishek banerjee) বৈঠক।…

Abhishek Banerjee Begins North Bengal District Meetings Today for Election Preparation

২০২৬ সালের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই মাঠে নামছে (Abhishek banerjee) তৃণমূল কংগ্রেস। সেই প্রস্তুতিরই অংশ হিসেবে শুরু হয়েছে জেলা ভিত্তিক সাংগঠনিক(Abhishek banerjee) বৈঠক। সোমবার থেকে এই বৈঠকের সূচনা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek banerjee) । প্রথম পর্যায়ে উত্তরবঙ্গের ছ’টি জেলা এবং একটি সাংগঠনিক জেলা নিয়ে বৈঠকে বসছেন তিনি।

আজ, সোমবার (৫ অগাস্ট) অনুষ্ঠিত হচ্ছে কোচবিহার ও (Abhishek banerjee) আলিপুরদুয়ার জেলা নিয়ে বৈঠক। বুধবার মালদহ ও জলপাইগুড়ি এবং বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর ও জঙ্গিপুর (সাংগঠনিক জেলা)-র প্রতিনিধি ও নেতৃত্বদের সঙ্গে আলোচনা করবেন অভিষেক। এরপর ১১ অগাস্ট উত্তর দিনাজপুর জেলা নিয়ে হবে বিশেষ বৈঠক। প্রতিটি বৈঠকে উপস্থিত থাকবেন সংশ্লিষ্ট জেলার সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান, যুব তৃণমূল সভাপতি, বিধায়ক ও সাংসদরা।(Abhishek banerjee) 

   

তৃণমূল নেতৃত্ব এখনও পর্যন্ত এই বৈঠকের নির্দিষ্ট আলোচ্যসূচি নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি। তবে দলীয় সূত্রে জানা গিয়েছে, এটি কেবলমাত্র একটি রুটিন বৈঠক নয়। বরং, এই বৈঠকগুলির মূল লক্ষ্যই হল আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সংগঠনকে মজবুত করা এবং মাঠপর্যায়ে দলের প্রস্তুতি খতিয়ে দেখা(Abhishek banerjee) 

বিশেষত তিনটি দিককে গুরুত্ব দেওয়া হচ্ছে এই বৈঠকে—(Abhishek banerjee) 
১. জেলা নেতৃত্বের কার্যকারিতা ও সাংগঠনিক দক্ষতা।
২. নিচুস্তরের কর্মীদের সক্রিয়তা এবং দলে তাঁদের অংশগ্রহণের মাত্রা।(Abhishek banerjee) 
৩. বিভিন্ন জনমুখী কর্মসূচি (যেমন: দুয়ারে সরকার, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী)-র বাস্তবায়ন কতটা সফল হয়েছে তা বিশ্লেষণ।(Abhishek banerjee) 

এই বৈঠকের মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায় মূলত জেলার তৃণমূল নেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে চাইছেন। কোথায় সংগঠন দুর্বল, কোথায় গোষ্ঠীদ্বন্দ্ব প্রবল, কিংবা কোথায় বিজেপি বা কংগ্রেস নতুন করে জমি তৈরি করছে— এসব বিষয়ে ফিডব্যাক নিতে চাইছেন অভিষেক। পাশাপাশি, তৃণমূলের সম্প্রতি গৃহীত সামাজিক কর্মসূচি ও জনসংযোগমূলক পদক্ষেপগুলি বাস্তবায়নে কে কতটা কাজ করছেন, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।(Abhishek banerjee) 

Advertisements

দলীয় নেতাদের একাংশ মনে করছেন, অভিষেকের নেতৃত্বে এই সাংগঠনিক বৈঠকগুলির একটি গুরুত্বপূর্ণ বার্তা আছে। রাজ্যে একাধিক জায়গায় বিজেপি ও বিরোধীরা ময়দানে সক্রিয় হচ্ছে। বিশেষ করে উত্তরবঙ্গে বিজেপির প্রভাব তুলনামূলক বেশি। তাই নির্বাচনের আগে সাংগঠনিক শক্তি বাড়ানো ও নিচুস্তরের কর্মীদের উজ্জীবিত করাই এই বৈঠকের অন্যতম উদ্দেশ্য।(Abhishek banerjee) 

জানা গিয়েছে, এই বৈঠকে অভিষেক একাধিক বিষয়ে সরাসরি প্রশ্ন করছেন জেলা নেতৃত্বকে। তৃণমূলের নেতৃত্বে কে কোথায় কতটা দক্ষ, তা বুঝেই ভবিষ্যতে জেলা সংগঠনে রদবদলের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না অনেকেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই কর্মীবাহিনীর মধ্যে জনপ্রিয় নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর নেতৃত্বে এই বৈঠকগুলি দলীয় অভ্যন্তরে নতুন উদ্দীপনা তৈরি করছে বলেই মত রাজনৈতিক মহলের।(Abhishek banerjee) 

সবমিলিয়ে, তৃণমূল কংগ্রেস যে ২০২৬ সালের ভোটকে সামনে রেখেই এখন থেকে জোর সাংগঠনিক প্রস্তুতিতে নেমেছে, তার স্পষ্ট ইঙ্গিত মিলছে অভিষেকের এই জেলা সফর ও বৈঠকের মাধ্যমে। এবার দেখার বিষয়, এই বৈঠকের ফল কতটা মাঠে কাজে আসে এবং উত্তরবঙ্গে তৃণমূল কতটা শক্ত ঘাঁটি তৈরি করতে পারে।(Abhishek banerjee)