Abhijit Ganguly: প্রশাসক মমতাকে শূন্য দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়

বিজেপিতে যোগ দেওয়ার ঘোষণার পরেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা গিয়েছিল কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) মুখে। যা শুনে তাজ্জব হয়েছিল…

Abhijit Ganguly: প্রশাসক মমতাকে শূন্য দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়

বিজেপিতে যোগ দেওয়ার ঘোষণার পরেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা গিয়েছিল কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) মুখে। যা শুনে তাজ্জব হয়েছিল রাজনৈতিক মহল। বিচারপতি থাকার সময় তাঁকে অনেকে ভগবানের আসনে বসিয়েছিলেন। কিন্তু রাজনৈতিক দলের রং লাগার কারণে সেটা যেন কিছুটা হলেও ফিকে হয়ে গেল। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই সিদ্ধান্ত নিয়ে অনেকে যেন হতাশ।

সম্প্রতি নানা চ্যানেলে সাক্ষাৎকার দিতে দেখা যাচ্ছে বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সুখ্যাত করে জানান, “আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছি তাঁর বিরোধী লড়াকু ইমেজের জন্যে। তিনি বিরোধিতা করতে গিয়ে একটা রাজনৈতিক দলের আক্রমণে মারা যাচ্ছিলেন, তারপরেও তিনি বেচে ফিরে এসে বিরোধিতার পথ ছাড়েননি। শেষ পর্যন্ত সেই রাজনৈতিক দলকে উৎখাত করে ছেড়েছেন। বিরোধী রাজনীতির যে বিরোধিতার স্পিরিট, এটাকে আমি এখনও পর্যন্ত শ্রদ্ধা করি, আমি সমর্থন করি।”

কিন্তু প্রশাসক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে শূন্য দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি মমতাকে একজন ব্যর্থ প্রকাশক মনে করেন। তাঁর কথায়, “প্রশাসক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন তাঁকে শূন্যের চেয়েও কম দিতে হয়, আমি শূন্য দিয়েছি কিছু জায়গায়। বলেছি যে প্রশাসক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় শূন্য।”

Advertisements

অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী হবেন বলে ইতিমধ্যেই জানা গিয়েছে। বিচারসভা থেকে জনতার দরবারে এসে কতটা সফল হবে তিনি সেটা তো সময় বলবে। ভোটবাক্সে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেমন ফল করে সেটা দেখার জন্য অপেক্ষা করে আছে বাংলার জনতা।