‘নিরামিষাশী’ শ্যামাপ্রসাদের জন্মদিন আমিষ আয়োজন, বির্তকে জড়াল বিজেপির একাংশ

বিজেপির প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে রবিবার কল্যাণীর সেন্ট্রাল পার্কে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তাকে শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত হয়েছিলেন বিশিষ্ট নেতা-কর্মীরা। সেই অনুষ্ঠানে…

a-section-of-bjp-gets-into-a-controversy-over-non-vegetarian-shyama-prasad-birthday-celebration

বিজেপির প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে রবিবার কল্যাণীর সেন্ট্রাল পার্কে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তাকে শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত হয়েছিলেন বিশিষ্ট নেতা-কর্মীরা। সেই অনুষ্ঠানে ছিল এলাহি আমিষ ভোজন। রান্না হতে দেখা গিয়েছিল ভাত, মাংস। অথচ শ্যামাপ্রসাদ নিজে ছিলেন একজন নিরামিষাশী। তাঁর জন্মদিনে এসব এলাহি আয়োজন আমিষ ভোজনের আয়োজন কেন? এই আমিষ ভোজন নিয়ে বিতর্কে জড়াল বিজেপির একাংশ। এ নিয়ে বির্তক শুরু হতেই উদ্যোক্তরা দায় এড়িয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসায় কটাক্ষ করতে ছাড়েনি স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

রবিবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মবার্ষিকী। তাঁর এই বিশেষ দিন উপলক্ষ্যে স্থানীয় নেতৃত্বের তরফে সেন্ট্রাল পার্কের শ্যামাপ্রসাদের শ্বেতপাথরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে জন্মদিন পালন করা হয়। সকালের অনুষ্ঠান শেষে দলীয় কর্মীদের জন্য রান্নাবান্নার আয়োজন করা হয়। কিন্তু হেঁশেলে ঢুকেই দেখা যায়, রান্না হচ্ছে মাংস-ভাত। অথচ ডক্টর শ্যামাপ্রসাদ নিজেই নিরামিষভোজী হওয়ায় এই বিষয়টি মেনে নিতে পারেনি দলেরই একাংশ। এই বিষয়টি ঘিরে বিজেপির অন্দরে মতভেদ ফের প্রকাশ্যে চলে এল। শুরু হয়েছে রাজনৈতিক তর্জা। তীব্র কটাক্ষ করেছে রাজ্যের শাসকদলও।

   
Advertisements