বিমানে (Flight) জানলার ধারের আসন পেতে হাজার হাজার টাকার সঙ্গে দিতে হয় এক্সট্রা চার্জ! কিন্তু এত টাকা খরচ করেও নীল আকাশে পেঁজা তুলোর মত ভেসে যাওয়া মেঘের বদলে দেখতে হয় প্লেনের দেওয়াল! অনেকেই বাড়তি টাকা খরচ করে মনের মত বিমানযাত্রা না করতে পাড়ায় হতাশ হন। কিন্তু জানেন কি প্লেনের জানলার সঙ্গে আসনগুলো কেন সমতায় থাকে না? এর পেছনে রয়েছে বিশেষ কারণ।
১। আসন বসানোর আগেই তৈরি করা হয় বিমানের জানালা
বিমানের জানালাগুলি স্থাপন করা হয় নির্দিষ্ট কাঠামোগত নকশা অনুযায়ী, যা পরিবর্তনযোগ্য নয়। কিন্তু বিমান সংস্থাগুলি যখন আসনের বিন্যাস বদলায়—অধিক সারি যোগ করে বা লেগরুম কমায়—তখন আসনের অবস্থান সরে যায়, জানালা নয়। ফলাফল? উইন্ডো সিট বুক করলেও সামনে থাকে দেওয়াল!
২। যাত্রীদের উইন্ডো ভিউ নয়, বিমান সংস্থাগুলির কাছে লাভটাই আসল
জানলার সঙ্গে আসনের সারিবদ্ধতার বদলে বিমানসংস্থাগুলি (Airline Company) অল্প জায়গায় অধিক পরিমাণে আসন বসানোয় দিকে বেশি নজর দেয়। যাত্রীদের মনোরম ভিউ দেখানর পরিবর্তে তাদের কাছে লাভের গুরত্ব অনেক বেশি থাকে। সারি যোগ-বিয়োগ বা লেগরুম কমানো হয়। এতে জানালার সঠিক সারিবদ্ধতা নষ্ট হয়।
৩। কিছু জানালা সরঞ্জামে ঢাকা পড়ে
যদিওবা আপনার আসনটি জানালার পাশে মনে হয়, বিমানের (Flight) অভ্যন্তরীণ কাঠামোর কারণে সব জায়গায় জানালা থাকে না। এয়ার-কন্ডিশনিং, তার, গ্যালি বা টয়লেটের জায়গা রাখতে কিছু জানালা বন্ধ থাকে।
৪। কেবিনের নকশা পরিবর্তনশীল
বাজার ও পরিষেবার ধরন অনুযায়ী বিমানগুলো প্রায়ই পুনর্গঠিত হয়। ইকোনমি থেকে বিজনেস ক্লাস যোগের ফলে আসন বিন্যাস বদলে যায়, কিন্তু জানালার অবস্থান অপরিবর্তিত থাকে। তাই একই মডেলের দুই বিমানে জানালা ও আসনের মিল একেবারেই ভিন্ন হতে পারে।


