HomeWest BengalKolkata Cityআরজি কর কাণ্ডের বিষণ্ণতার সুর উত্তর থেকে দক্ষিণে, জনশূন্য পুজোর বাজার

আরজি কর কাণ্ডের বিষণ্ণতার সুর উত্তর থেকে দক্ষিণে, জনশূন্য পুজোর বাজার

- Advertisement -

তিলোত্তমার (RG Kar Case) বিচার চেয়ে গর্জে উঠেছে গোটা দেশ ৷ চারিপাশে কান পাতলে একটাই শব্দ বিচার চাই, তিলোত্তমার সঠিক বিচার চাই৷ শহর থেকে জেলা, দেশ থেকে বিদেশ একটাই ধ্বনি, আর কতদিন অপেক্ষা করতে হবে সঠিক বিচারের? উত্তর চায় জনতা৷ ঘটনার একমাস কেটে গেলেও কোনও সুরাহা মেলেনি আজও৷ যার প্রভাব পড়েছে পুজোর কেনাকাটাতে৷ পুজোর আগে কার্যত মাছি তাড়াচ্ছেন দোকানদারেরা।

তিলোত্তমার পরিবারের পাশে থাকার বার্তা হাথরসের নির্যাতিতার পরিবারের

   

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা দুর্গাপুজোর৷ এই সময়ে কেনাকাটার ভিড়েতে শহরের রাস্তায় পা গলানো সমস্যার হয়ে ওঠে৷ কারণ সকল মানুষই পুজোর কেনাকাটাতে ব্যস্ত হয়ে পরেন৷ কিন্তু এবারের চিত্রটা ভিন্ন৷ তারকা থেকে সাধারণ মানুষ সকলেই আগে আরজি কর কাণ্ডে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের কঠোর শাস্তি চান৷ সেই কারণে পুজোর বাজার একেবারে মন্দা চলছে৷ কারণ পুজোর মাসখানেক আগে থেকেই হাতিবাগান-গড়িয়াহাটে থিকথিক করে মানুষের ভিড়৷ কিন্তু সেখানেও ক্রেতা শূন্য৷

মঙ্গলবারের মধ্যে ‘ডিউটি’তে যোগ দিতে হবে…., জুনিয়র চিকিৎসকদের কড়া ‘সুপ্রিম’ বার্তা

বিক্রেতাদের কথায়, পুজোর আগে রবিবার মানেই পুজোর বাজারে ভিড় চোখে পড়ার মতো৷ কিন্তু আজ সেসব অতীত৷ পুজোর আগে ফুটপাতের দোকান থেকে শুরু করে জামাকাপড়ের বড় দোকানগুলিতে নেই ভিড়৷ সকলেই তিলোত্তমার সুবিচারের আশায় পথ চেয়ে রয়েছে৷ তাই কেনাকাটার আনন্দে গা ভাসাতে পারেননি আমজনতা৷ আরজি কর কাণ্ডের এই বিষন্নতার আবহে আদৌ পুজোর বাজার জমবে কী না, সেই নিয়ে সংশয়ে বিক্রেতারা।

- Advertisement -
Suparna Parui
Suparna Paruihttps://kolkata24x7.in/author/suparna-parui
হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular