Viral Video: বর্তমানে কর্পোরেট যুগে সাধারণ মানুষের নিঃশ্বাস ফেলার সময় নেই তার কারণ হিসেবে অবশ্যই দায়ী করা যায় কাজের চাপকে। সারাদিনে অফিসে কাজের চাপে আর নিজেকে সেই ভাবে সময় দেওয়া হয় না বর্তমানে এটাই হয়ে গেছে প্রতিদিনের রুটিন। তাই মাঝেমধ্যে ইচ্ছা করে কাজ থেকে বেরিয়ে দুদিন অন্য জগতে ঘুরে আসতে কিন্তু তার আর সময় হয়ে ওঠে না। ঠিক সেই কারণেই বর্তমানে সকলে বেছে নিয়েছেন বিভিন্ন ধরনের বিনোদন মাধ্যম যার মধ্যে অন্যতম হলো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলি। যার মাধ্যমে গোটা দুনিয়ার বিভিন্ন ধরনের খবর মুহূর্তের মধ্যে আমাদের সামনে চলে আসে।
তার মধ্যে অনেক কিছুই থাকে বেশ মজাদার যা আমাদের সারাদিনে ক্লান্তি মুহূর্তের মধ্যে ভরিয়ে দিতে পারে। চিকিৎসকরা বলছেন, সারাদিন ব্যস্ততার মধ্যেও একটুখানি মানসিক চাপমুক্তি খুবই প্রয়োজন তা না হলে কাজে মনঃসংযোগ ঠিকভাবে হয় না। আর এই সামাজিক মাধ্যমগুলিই হলো মন ভালো করার অন্যতম উপায়। ঠিক সেই কারণে যখনই সময় মিলে আমরা প্রত্যেকেই সামাজিক মাধ্যমে নিজেকে ব্যস্ত করে ফেলি।
সাধারণত মানুষ সবসময় বিভিন্ন ধরনের ভিডিও দেখতে পছন্দ করে, যার মধ্যে অবশ্যই রয়েছে পশু পাখিদের ভিডিও। অন্যদিকে পশু পাখির কথা উঠলে সবার প্রতি মাসে টিয়া পাখির কথা কারণ বিশ্বে টিয়া পাখির মতো চালাক পাখি আর দুটি নেই। সম্পত্তি ঠিক সেরকমই একটি টিয়া পাখির ভিডিও প্রকাশ্যে এসেছে।
View this post on Instagram
jyoti mithu নামের এক ইনস্টাগ্রাম চ্যানেলে ভিডিওটি প্রকাশ পেয়েছে যেখানে দেখা যাচ্ছে পাখিটি তার মাকে ডাকছে মাম্মি বলে এবং তার মা যখন মিঠু বলছে তখন সে নিজেও তার নাম ধরে ডাকছে। স্বাভাবিকভাবেই ভিডিওটি সকলের মন ছুয়ে গেছে যা ইতিমধ্যে কয়েক লক্ষ নেটিজেনের সামনে এসেছে।