Viral video: শৈশবের কাছে হার মেনে যায় জাতি, যার প্রমাণ এক ভিডিও ভাইরাল

কথায় আছে, শিশুরাই বোঝে শিশুদের ভাষা। তা সে খেলার ছলেই হোক কিংবা রাগ-অভিমানে। এমনই এক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল(Viral) হওয়া ভিডিওতে(video) দেখতে পাওয়া যাচ্ছে, কাচের দেওয়ালের এক প্রান্তে রয়েছে সভ্য মানবজাতির এক শিশু এবং অন্যপ্রান্তে রয়েছে শিশু সিংহ। এই দুই শিশু শুধু একটা কাচের দেওয়ালের মাধ্যমিক একে অপরের সাথে অবলীলায় খেলা করে যাচ্ছে।

Advertisements

এই ভিডিওটির মধ্যে সবথেকে আশ্চর্যকর বিষয় হল মানবজাতির শিশুটি একবারের জন্যেও বাচ্চা সিংহটিকে ভয় না পেয়ে নির্বিঘ্নে এক মনে খেলা করে যাচ্ছে এবং সমতলে সেই শিশু সিংহটি ওই বাচ্চা শিশুটির সাথে খেলা করে যাচ্ছে। ওই শিশু সিংহটি না তাকে ভয় দেখাচ্ছে কিংবা না তার কাছে হিংসাত্মক ভাবাপন্ন নিয়ে তেড়ে যাচ্ছে।

   

Advertisements

অমলিন মুহূর্তের এই দৃশ্যটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে পড়ে নেট দুনিয়ায়। বহু নেটিজেনেরা এই ভিডিও দেখে আপ্লুত হয়েছে। এই ভিডিওটা নেট দুনিয়ায় এতটাই ভাইরাল হয়েছে যে, লাইক পেরিয়েছে ৪৬ লাখের গণ্ডি।