ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষু চড়কগাছ ! ১৮ লক্ষ টাকা খেয়ে ঢেঁকুর তুলছে উইপোকা

মেয়ের বিয়ের জন্য জমাচ্ছিলেন টাকা। আর সেই টাকা খেয়ে নিল উইপোকা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মোরাদাবাদে।অলোকা পাঠক নামে এক প্রৌঢ়া গতবছর অক্টোবর মাসে মেয়ের বিয়ের জন্য তাঁর সারাজীবনের সঞ্চয় রেখে এসেছিলেন একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কে। ১৮ লক্ষ টাকার সঙ্গে কিছু গয়নাও রেখেছিলেন তিনি। সম্প্রতি ব্যাঙ্কের লকার খুলতেই মাথায় হাত ওই মহিলার। সব টাকা খেয়ে ফেলেছে উইপোকা।ব্যাঙ্কের বিরুদ্ধে গাফলতির অভিযোগ এনেছেন তিনি।

সামনেই যে অলকার মেয়ের বিয়ে এমনটাও নয়। সম্প্রতি ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী তিনি কেওয়াইসি’ আপডেটের জন্য ব্যাঙ্ক থেকে ডাক পেয়েছিলেন। তখনই লকার খুলতে মাথায় আকাশ ভেঙে পড়ে। অলকা দেখেন লকারে রাখা তাঁর সব টাকা নষ্ট হয়েছে উইয়ের উপদ্রবে। তড়িঘড়ি অভিযোগ জানান ব্যাঙ্কের ম্যানেজারের কাছে। ঘটনা জানাজানি হতেই ব্যাঙ্কে রীতিমতো হূলস্থূল কাণ্ড বেধে যায়। ব্য়াঙ্কের লকারে টাকা রাখলেও যে এই অবস্থা হতে পারে তা তিনি স্বপ্নেও ভাবেন নি। ক্ষুব্ধ অলোকা জানান, এমন হবে জানলে তিনি কখনই ব্যাঙ্কের লকারে টাকা রাখতেন না। ব্যাঙ্ক ম্যানেজার জানিয়েছেন, উচ্চ কর্তৃপক্ষকে এ বিষয়ে জানানো হয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

   

তবে এই ঘটনা এই প্রথম নয়। কয়েক মাস আগে একই ধরনের ঘটনা ঘটেছিল রাজস্থানের উদয়পুরে। এক গ্রাহক দেখেন লকারে গচ্ছিত টাকার উপর কিলবিল করছে উইপোকা। বান্ডিল বান্ডিল টাকা কেটে ঝাঁঝরা করে দিয়েছে। ব্যাঙ্কের বিরুদ্ধে গাফলতির অভিযোগ তুলেছিলেন তিনি। তাঁর অভিযোগ ছিল, গ্রাহকরা ব্যাঙ্কের ভরসায় নিজেদের কষ্টের টাকা রাখেন। কিন্তু ব্যাঙ্ক কর্তৃপক্ষ কোনও নজর দেয় না। কীটনাশক ছড়ালে এমন ক্ষতি হত না।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন