World Hypertension day: আজ বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস!সুস্থ থাকতে হাতের কাছে রাখুন এই পাঁচ হোমিওপ্যাথি মেডিসিন

আদিত্য ঘোষ, কলকাতাঃ উচ্চ রক্তচাপ এখন জলভাতের মতো বিষয় হয়ে গিয়েছে। ঘরে ঘরে উচ্চ রক্তচাপের রুগী ভর্তি। শুধু তাই নয়, উচ্চরক্ত চাপে আক্রান্ত হয়ে মৃত্যুর…

আদিত্য ঘোষ, কলকাতাঃ উচ্চ রক্তচাপ এখন জলভাতের মতো বিষয় হয়ে গিয়েছে। ঘরে ঘরে উচ্চ রক্তচাপের রুগী ভর্তি। শুধু তাই নয়, উচ্চরক্ত চাপে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনাও কম নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) প্রকাশিত সাম্প্রতিকতম তথ্য বলছে, প্রায় ১৯ কোটি ভারতীয় উচ্চ রক্তচাপের রোগী। কিন্তু তাঁদের মধ্যে ৩৭ শতাংশ মানুষ এ বিষয়ে সচেতন এবং মাত্র ৩০ শতাংশ হাইপারটেনশনের চিকিৎসা করান। তবে আজকাল অনেক কম বয়সীদের মধ্যেও উচ্চরক্তচাপের সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। অতিরিক্ত কাজের চাপ, অনিয়ন্ত্রিত জীবনযাপন, মদ্যপান, ধূমপান ইত্যদি উচ্চরক্তচাপের জন্য দায়ী। তবে বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক সুস্বত দাসের মতে নিয়ন্ত্রিত জীবনযাপন এবং কয়েকটি হোমিওপ্যাথি ওষুধেই আপনি আপনার উচ্চরক্তচাপের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

১)রাউলফিয়া মাদার(Rauwolfia Serpentina Mother)-উচ্চরক্তচাপের জন্য অব্যর্থ ওষুধ রাউলফিয়া। যে কোনও ধরনের উচ্চরক্তচাপের সমস্যা এই ওষুধে ম্যাজিকের মতো গায়েব হবে।

   

২) অ্যাকোনাইট(Aconitum Napellus)- ভয় থেকে উচ্চরক্তচাপের সমস্যা এক নিমেষে গায়েব হবে এই ওষুধে। অতিরিক্ত দুশ্চিন্তা থেকে হওয়া রক্তচাপের ক্ষেত্রেও এই ওষুধ ভাল কাজ করবে।

৩) জেলসিমিয়াম(Gelsemium Sempervirens)- হঠাৎ করে ভয় পাওয়া থেকে ব্লাড প্রেশার বেড়ে গেলে এই ওষুধ ব্যবহার করা যেতে পারে।

৪) গ্লোনাইন (Glonoinum Dilution)- রোদ্দুর থেকে উচ্চরক্তচাপের সমস্যায় এই ওষুধ মারাত্মক ভাল কাজ করবে।

৫) কার্বোভেজ(Carbo Vegetabilis)- গ্যাস থেকে উচ্চরক্তচাপের সমস্যায় এই ওষুধ কাজ করবে।

(বিশেষ সতর্কবার্তা- এই বক্তব্য ডাক্তারের নিজস্ব। কোনও ওষুধ ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।)