বহু ইতিহাসের সাক্ষী, দেড় শতক ধরে কয়েদিদের হাত ধরেই প্রকাশিত হচ্ছে এই সংবাদপত্র

প্রথম বিশ্বযুদ্ধ থেকে বর্তমানে এআই যুগ। ইতিহাস পাতা উল্টোতে উল্টোতে ১৩৭ বছর পার করে দিল একটি সংবাদপত্র। ‘প্রিজ়ন মিরর’ নামের কাগজটি প্রকাশিত হয় আমেরিকার মিনেসোটা…

prison mirror newspaper

প্রথম বিশ্বযুদ্ধ থেকে বর্তমানে এআই যুগ। ইতিহাস পাতা উল্টোতে উল্টোতে ১৩৭ বছর পার করে দিল একটি সংবাদপত্র। ‘প্রিজ়ন মিরর’ নামের কাগজটি প্রকাশিত হয় আমেরিকার মিনেসোটা প্রদেশের স্টিলওয়াটার নামে একটি জেল থেকে। এই সংবাদপত্রের প্রথম সংখ্যাটি প্রকাশিত হয়েছিল ১৮৮৭ সালে। তখনও প্রথম বিশ্বযুদ্ধ শুরু হতে তিন দশক বাকি।

এই সংবাদপত্রে লেখেন এবং মিনাসোটার এটি সম্পূর্ণ ভাবে চালান স্টিলওয়াটারের বাসিন্দারাই। বন্দিদের নিজেদের অভিজ্ঞতা ও তাঁদের সমস্যার কথা যেমন থাকে, তেমনই সেই অঞ্চল, দেশ ও দুনিয়ার বিভিন্ন খবর থাকে ওই সংবাদপত্রে।

   

Minnesota prison

ষ্টিলওয়াটার সংশোধনাগারের মধ্যে হওয়া বিভিন্ন সমস্যা নিয়ে। থাকে দেশের এবং বিদেশের খবরও। কোন লেখা ছাপা হবে এবং সংবাদপত্রের হয়ে কারা কাজ করবেন, তার জন্য রীতিমতো প্রতিযোগিতা হয়। পল গর্ডন, ‘প্রিজ়ন মিরর’-এর এক জন সম্পাদক, যিনি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়ে ওই সংশোধনাগারে রয়েছেন, গর্ডন বলেন “আমি লিখি কারণ পৃথিবী থেকে চলে যাওয়ার আগে, যে বিষয়গুলি আমার কাছে গুরুত্বপূর্ণ, সেগুলি নিয়ে লিখে ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যেতে চাই।”

তবে এই ‘প্রিজ়ন জার্নালিজ়ম’ বা সংশোধনাগার সাংবাদিকতা মোটেও সহজ কাজ নয়। সংশোধনাগারে কোনও ইন্টারনেট কানেকশন নেই। তাই বন্দিদের সংবাদের উৎস হল অন্যান্য খবরের কাগজ। কোনও বিষয় ইন্টারনেট থেকে জানতে হলে তাঁরা সংশোধনাগারের কর্মচারীদের সাহায্য নিয়ে প্রিন্ট আউট জোগাড় করেন। তবে তাঁদের ছাপানো খবরের ওপর নজর থাকে পুলিশের।